বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন (West Bengal Election 2025)। ভোটের ময়দানে নিজেদের জমি শক্ত করতে মরিয়া রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP Bengal)। এখনও ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ তার আগেই হিন্দু ভোটব্যাঙ্ক ধরতে আসরে চুঁচুড়ায় বিজেপি পক্ষ থেকে পড
চুঁচড়া: বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন (West Bengal Election 2025)। ভোটের ময়দানে নিজেদের জমি শক্ত করতে মরিয়া রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP Bengal)। এখনও ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ তার আগেই হিন্দু ভোটব্যাঙ্ক ধরতে আসরে গেরুয়া শিবির। এবার হুগলির (Hooghly News) চুঁচুড়ায় বিজেপি পক্ষ থেকে পড়ল পোস্টার। ব্যানারে লেখা 'হিন্দু-হিন্দু ভাই ভাই।'
সূত্রের খবর, বিজেপির এই পোস্টারের পাল্টা মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন হুগলির বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে একটি মিছিল করে তৃণমূল (TMC News)। মিছিলে বিধায়ক বলেন, ''হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই।'' বিধায়কের আরও অভিযোগ, ভারতকে ভাগ করতে চায় বিজেপি। আসল ভারতের ছবি এটা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ, এটা বিজেপি-শাসিত রাজ্য নয়, পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি নয়, উন্নয়নের ভিত্তিতে ভোট হয় (West Bengal Today News)।
বিধায়ক বলেন, ''বৈচিত্রের মধ্যে ঐক্য, নানা ভাষা-নানা মত। এটাই ভারত। ভারতের সংবিধানও তাই বলে। বিজেপি ভারতকে ভাগ করতে চাইছে ধর্মের নামে। তাই তারা বলছে, হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই না হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই (West Bengal News)।''
অন্যদিকে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জী (Hooghly BJP News)। অসিত মজুমদারকে আক্রমণ করে তিনি বলেন, ''পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল, তাই বিজেপির সরকার প্রয়োজন। আসলে বিধায়ক হিন্দুত্বকে জানেন না। হিন্দু হচ্ছে সনাতনী ভারতের অস্তিত্ব। হিন্দুকে ধর্মের সঙ্গে মিলালে চলবে না। তার কারণ হচ্ছে, যারা ভারত মাতাকে জয় বলে ভারতের থাকা সমস্ত মানুষ আসলে হচ্ছেন সনাতনী। এটা আমরা মনে করি।
প্রসঙ্গত, সোমবার চুঁচুড়া (Hooghly) ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পর্যন্ত পদযাত্রা করে তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পথযাত্রায় শামিল হন বিভিন্ন ধর্মের মানুষজনও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।