Love Story:চল্লিশোর্ধ্বা দুই সন্তনের মায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছিল ১৬ বছরের তরুণ। কিন্তু তাঁদের প্রেমে বাধ সাধে মহিলার স্বামী। শেষপর্যন্ত অকালেই প্রেমকে বিদায় জানাতে বাধ্য হলেন কিশোর।
Love Story: কথায় আছে রূপ, রঙ, বয়স কিছুই মানে না প্রেম। 'যার যেথা মজে মন কীবা হাড়ি কীবা ডোম!' এযেন ঠিক তেমনই ঘটনা। চল্লিশোর্ধ্বা দুই সন্তনের মায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছিল ১৬ বছরের তরুণ। কিন্তু তাঁদের প্রেমে বাধ সাধে মহিলার স্বামী। শেষপর্যন্ত অকালেই প্রেমকে বিদায় জানাতে বাধ্য হলেন কিশোর। এটাই হয়তো ছিল তাঁর প্রথম প্রেম। আগামী দিনে প্রেমে পড়ার আগে অবশ্যই দুইবার ভাববেন এই কিশোর।
নদিয়ার করিমপুরে দুই সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছিলেন এক ৪১ বছরের মহিলা। কর্মসূত্রে স্বামী থাকেন বিদেশে। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় এক তরুণের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব। তারপর প্রেম। তারপর সোশ্যাল মিডিয়া ছেড়ে প্রেমিক প্রেমিকা নিয়মিত রাতে মোবাইল ফোনে কথা বলা শুরু করেন। দুইএকবার দেখাও হয়েছে বৈকি। কিন্তু দুরন্ত গতির প্রেমে হঠাৎই ছেদ পড়ে।
হঠাৎ করেই মহিলার স্বামী দেশে ফিরে আসেন। জানতে পরেন স্ত্রীর পরকীয়ার কথা। তাতেই শুরু হয় সমস্যা। মহিলার কাছে খবর ছিল না স্বামী দেশে ফিরছেন। তাই আগে থেকে প্রেমিকের পাকা বন্দোবস্ত করতে পারেননি। রাতের বেলার কথাবার্তায় অভ্যস্ত প্রেমিক আর প্রেমিকা। অন্যান্য দিনের মতই প্রেমিক রাতে ফোন করেন প্রেমিকাকে। ২২ মিনিটের প্রেমালাপও করেন। কিন্তু তারপরই ফোনের ওপ্রান্ত থেকে থেকে পান পুরুষকণ্ঠ। যিনি বলেছিলেন, 'তাড়াতাড়ি বিয়েটা করে নাও'! অবাক হয়ে ফোন কেটে দেয় ১৮ বছরের প্রেমিক।
কিন্তু গল্প এখানেই শেষ নয়! স্ত্রীর প্রেম ছোটাতে মারামারি নয়, ঝগড়াঝাটি নয়। একদমই অন্য পথ নিলেন স্বামী। তিনি পরের দিন সকালেই প্রেমিকের বড়িতে নিজের স্ত্রী, দুই সন্তানকে নিয়ে পৌঁছে যায়। বাড়িতে জানাজানি হয়ে যয় গোটা ঘটনা। শুক্রবারই সমস্যা সমাধানে বসে সালিশি সভা। সেখানেই ছেলেটি কথা দেয় আর কোনও দিন মহিলাকে ফোন করবেন না। প্রেমেও ইতি টানেন।
তবে স্বামীর এই বাড়াবাড়িতে রীতিমত বিরক্ত স্ত্রী। স্বামী তাঁকে অপদস্থ করতে চেয়েছে বলে অভিযোগ। পাল্টা স্বামীর অভিযোগ তাঁর অবর্তমানে ছেলের বয়সী একটি প্রেমিক জুটিয়েছেন স্ত্রী। আর প্রেমিক বলছেন, দুইএকদিন রাতে গল্প করেছি বলেই বিয়ে করতে হবে- একি মগের মুলুক নাকি!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।