চুঁচুড়া রবীন্দ্রভবনে চুঁচুড়া বিধানসভার বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন চুঁচুড়ার বিধায়ক। এদিন সেই মঞ্চ থেকেই তিনি ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন।
আবারও বিস্ফোরক তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার। একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসে জট কাটানোর চেষ্টা করছেন, অন্যদিকে তাঁরই দলের বিধায়করা একের পর এক আন্দোলনকারী চিকিৎসকদের হুমকি দিয়ে চলছেন। দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সধারণ মনুষকে নিয়েই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারি দেন।
প্রতিবছর দুর্গাপুজোর শেষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বদের নিয়ে বিজয় সম্মিলনী করেন। রবিবার চুঁচুড়া রবীন্দ্রভবনে চুঁচুড়া বিধানসভার বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন চুঁচুড়ার বিধায়ক। এদিন সেই মঞ্চ থেকেই তিনি ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন ডাক্তাররা যখন রোগী দেখছেন তার ফিস নিচ্ছেন তাহলে তার কেন রশিদ দেবেন না। তাদের রশিদ দিতে হবে। এই নিয়েই তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আন্দোলনে নামবেন। তিনি আরও বলেন ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা করে না। কিন্তু বেসরকারি হাসপাতালে, নার্সিংহোমে চিকিৎসা করেছে। তিনি আরও বলেন ডাক্তাররা একেকটা ডাকাত। ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী করে কথা বলে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, ডাক্তারদের আন্দোলনের ফান্ডে দ্রুত কী করে ১ কোটি ৭০ লক্ষ টাকা জমা পড়ে। কারা দিল সেই টাকা? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।
পাশাপাশি তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন যাদের পিছনে হাজার ফুটো তারা ছুঁচের পিছনের ফুটো খুঁজে বেড়াচ্ছে। পাশাপাশি এই মঞ্চ থেকে ২০২৬ এর নির্বাচনের জন্যও দলীয় কর্মীদেরকে এখন থেকেই পথে নামার বার্তা দিয়ে দিলেন। কারণ ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ চুঁচুড়া বিধানসভায় হেরেছিলেন। সেই কথা মাথায় রেখে সরাসরি দলীয় কর্মীদেরকে নির্দেশ দেন 'কি কারণে আমরা হেরেছি সেই দিকটা খুঁজে বার করতে হবে। বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে।' আগামী দিনে আরও কর্মসূচির কথা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।