কেন্দ্রীয় সংস্থা ইডি, এসএসসি- নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে কলকাতা , মুর্শিদাবাদ, বীরভূমের একাধিক একালায় তল্লাশি চালায়। সেই তালিকায় ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও তাঁর পিসি বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহা। তাঁর প্রাসাদপম বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। বাড়ি ঘিরে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।