২০২৬ সালে বিধানাসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতারা যখন বঙ্গের ঘর গুছাতে চাইছেন তখনই বঙ্গ বিজেপির ছন্নছাড়়া দশা প্রকট হচ্ছে। যা নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই নিয়ে পরপর তিন বার রাজ্য সফর করেছেন মোদী। আগামী দিনেও তিনি আসবেন। কিন্তু দমদমের জনসভায় ছন্নছাড়়া দশা নিয়ে কথা শুরু হয়েছে বিজেপির অন্দরেই। তেমনই বলছে বিজেপির একটি সূত্র। দমদমে মোদীর জনসভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়ের অনুপস্থিতি ছিল রীতিমত চোখে পড়ার মত।
26
মোদীর সভায় অনুপস্থিত লকেট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ২২ অগস্ট রাজ্য সফরে এসেছিলেন। সেই সময় তিনি দমদমে জনসভা করেন। সেখানেই অনুপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মোদীর সভায় লকেটকে দেখতে না পেয়েই মঞ্চ থেকেই তাঁকে ফোন করেছিলেন বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য। শমীককেই অনুপস্থিতির কারণ জানিয়েছেন লকেট।
36
লকেটের বক্তব্য
সূত্রের খবর , লকেট জানিয়েছেন তিনি মোদীর সভায় উপস্থিত থাকার জন্য কোনও আমন্ত্রণ পাননি। তবে এই নিয়ে বিজেপির দুই নেতা-নেত্রী অবশ্য প্রকাশ্যে কিছুই জানান। লকেট অবশ্য মোদীর দুর্গাপুরের জনসভাতে উপস্থিত ছিলেন। কিন্তু কেন তিনি দমদমের সভায় আমন্ত্রণ পাননি তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও বিজেপি এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বিজেপির ডাকাবুকো মহিলা নেত্রীদের তালিকায় পড়েন। তিনি হুগলির প্রাক্তন সাংসদ। গত নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে হেরে গিয়েছিলেন তিনি। তারপর থেকে কোনও এলাকার নেতা নন লকেট। তবে বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে দেখা গেলেও তেমন সক্রিয় নন, যতটা ছিলেন দিলীপ ঘোষের আমলে। তেমনই বলেছে একটি সূত্র। শমীক বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই দলের পুরনো নেতাদের সক্রিয় করার চেষ্টা করছেন। সেই কারণেই লকেটের অনুপস্থিতি নিয়ে তিনি খোঁজ খবর নিতে শুরু করেছেন।
56
লকেটের প্রতিক্রিয়া
কেন লকেট মোদীর সভায় ছিলেন না? একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর ওখানে থাকার কথা ছিল না। তাঁকে অন্য বৈঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করেছেন।
66
প্রধানমন্ত্রীর দফতর থেকে খোঁজ
বিজেপির একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও লকেট-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীর অনুপস্থিতি নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। বিজেপির একটি সূত্রের দাবি মোদীর সভায় অনুপস্থিতি ছিল চোখে পড়ার মত। যা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও খোঁজ খবর নেওয়া শুরু করেছে পিএমও।