তৃণমূলের বিজয়া সম্মেলনীতে SIR নিয়ে সরাসরি হুঁশিয়ারি বিধায়কের, মঞ্চে উপস্থিত সাংসদ

Published : Oct 12, 2025, 08:35 PM IST
TMC MLA Shyamal Mondal said not allow NRC West Bengal before under SIR

সংক্ষিপ্ত

TMC: মঞ্চে দাঁড়িয়ে SIR নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেলেন শ্যামল মন্ডলকে। বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মন্ডল তিনি বলেন , মৃত্যু যদি বরণ করতে হয় বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে মরবো পশ্চিমবাংলায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বাসন্তী সুকান্ত কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রী বিশাল এবং উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মন্ডল সহ একাধিক নেতৃত্ব।

অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে SIR নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেলেন শ্যামল মন্ডলকে। বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মন্ডল তিনি বলেন , মৃত্যু যদি বরণ করতে হয় বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে মরবো পশ্চিমবাংলায়।তবু আমরা SIR এর নামে সারা পশ্চিমবাংলায় ভোটের আগে NRC আমরা করতে দেবো না। কদিন পরে ভোট আর এখন বলে SIR NRC কথা। এতদিন মনে ছিল না! অনেক নাটক হবে। দলীয় কর্মীদের চাঙ্গা হতে এবং মনোবল বাড়ানোর কথা বললেন বিধায়ক শ্যামল মন্ডল।

এর পাশাপাশি তিনি আরও বলেন , 'ভয় পাওয়ার কোন প্রশ্ন নেই ।আমরা আছি, ছিলাম , আগামী হাজার হাজার বছর এবং যুগ যুগ ধরে পশ্চিমবাংলার মাটিতে থাকবো । আমাদেরকে বিতাড়িত করার ক্ষমতা পশ্চিমবাংলার বিজেপি ও নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশনারকে চাকর বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাকররা আমাদের নির্ধারণ করবে আমরা আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, আমরা এখানে ভোটারধিকার কিনা, আমরা এখানে থাকতে পারবো কিনা।'

২৬ সালের নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি ২৬টা আসন পাবে না। এমনই মন্তব্য করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়
শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালি খাতুন, প্রথমে ভর্তি করা হয় হাসপাতালে