পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Published : Dec 28, 2025, 07:29 AM IST

Abhishek Banerjee News: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর আর মাত্র মাস চারেক বাকি। তাই তো নতুন বছরের শুরু থেকে একেবারে গোড়া থেকে মাটি শক্ত করতে জেলা সফরে বেরোচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুন বিশদে… 

PREV
16
পাখির চোখ বিধানসভা ভোট ২০২৬

বছর ঘুরলেই রাজ্যজুড়ে বেজে যাবে ভোটের দামামা। তার আগে নিজেদের ময়দানের মাটি শক্ত করতে এবার নতুন বছরের শুরু থেকেই আসরে নামছেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই মাসজুড়ে নানা কর্মসূচির ঘোষণা ডায়মণ্ড হারবারের সাংসদের। জানুয়ারি মাস থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তার। 

26
দলের প্রতিষ্ঠা দিবসের পর থেকেই শুরু জেলা সফর

আগামী ১ জানুয়ারি ২০২৬ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর তারপরদিন থেকেই জেলা সফরে নামবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তার কর্মসূচিতে রয়েছে একাধিক জেলার নাম। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকেই তিনি তার প্রথম সফর শুরু করবেন। ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় বিধানসভা ভোটকে পাখির চোখ করে যেভাবে গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা বঙ্গে ডেইলি সফর শুরু করেছেন এবার তাদের টেক্কা দিতেই অভিষেকের এই সফর বলে মনে করা হচ্ছে।  

36
বীরভূম সফরে যাবেন অভিষেক

আগামী ৬ জানুয়ারি বীরভূম সফরে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। 

46
অভিষেকের বীরভূম সফরসূচি

এই বৈঠকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বীরভূমে এসে তিনি একটি জনসভায় অংশ নেবেন। পাশাপাশি সাম্প্রতিক ঘটনায় আলোচনায় থাকা সোনালি খাতুন ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করারও কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

56
লক্ষ্য বিধানসভা ভোট

এদিন বৈঠক শেষে অনুব্রত মণ্ডল এসআইআর (Special Intensive Revision) প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, “আজ থেকেই এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। ইলেকশন কমিশন বয়স্ক মানুষদের অকারণে হয়রানি করছে। কষ্ট হলেও মানুষকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।” এমনই মন্তব্য করেন তিনি। 

66
তৃণমূল কংগ্রেসের অন্দরে তৎপরতা

এছাড়াও বৈঠকে জানানো হয়, আগামী ৩১ তারিখ জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সংগঠন সংক্রান্ত সমস্ত প্রস্তাব পেশ করা হবে। পাশাপাশি আগে যে তিনটি কমিটি ছিল, সেগুলিকেই পুনর্বিবেচনা করে নতুনভাবে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে।

Read more Photos on
click me!

Recommended Stories