বছর শেষের আগে জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে। রবিবার ছুটির দিনে সকাল থেকেই কুয়াশায় ঢেকেছে মহানগর সহ দক্ষিণবঙ্গের পথঘাট। বেলা বাড়লে শীতের দাপট কিছুটা কমলেও এখনি রেহাই নেই হাড় কাঁপুনি ঠান্ডা থেকে। রবিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর-রাজ্যে জুড়ে পরপর দুদিন সর্ব নিম্ন তাপমাত্রার প্রভাব। রাজ্যে শীতের দাপট, শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
25
বাড়ছে শীতের দাপট
রাজ্যজুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD), কলকাতার প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতল এলাকায় আলিপুরদুয়ারেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.০ ডিগ্রিতে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে পারদ আরও নেমে ৪.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কলকাতা (আলিপুর) অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম।
35
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। যেখানে দৃশ্যমানতা ছিল ৫০ থেকে ২০০ মিটার। পাশাপাশি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আগামী কয়েক দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সকালের দিকে কুয়াশার প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডার দাপট আরও বাড়তে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামী সাতদিন তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। ফলে নতুন বছরের শুরুতে কিছুটা বাড়বে তাপমাত্রা।
55
শ্রীনিকেতনে পারদ পতন
গত কয়েক দিনে শীতের লড়াইয়ে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাকে টেক্কা দিয়েছে বীরভূমের শ্রীনিকেতন। এমনকি, উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ারের চেয়েও এখানে তাপমাত্রা নেমে গিয়েছিল। শনিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে যা সর্বনিম্ন। এ ছাড়া, বাঁকুড়়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া এবং কল্যাণীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়া।