
Durgapur Case: ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ নিরাপত্তা দিতে পারে না। তাই মেয়েদেরও বেশি রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয় (durgapur case news)। তাদের সাবধান হতে হবে। দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ-পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে এমনই নিদান দিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (durgapur case today)।
গোটা দেশের বিভিন্ন প্রান্তে যখন মেয়েরা রাতে শিফট থেকে বাড়ি ফিরছে কিংবা কোনও কারণে বেরোচ্ছে, সেইখানে খুব একটা এইরকম উদাহরণ তৈরি না হলেও, পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি উদাহরণ সামনে আসছে। আর সেই প্রসঙ্গেই এবার নিজের ভাবনাকে তুলে ধরলেন দমদমের তৃণমূল সাংসদ।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌগত রায় জানিয়েছেন, ‘‘দেশের অন্যান্য প্রান্তের থেকে বাংলায় মহিলাদের সুরক্ষা কিন্তু অনেক ভালো। মহিলাদেরও কিন্তু অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়। আসলে পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না। ইঞ্চিতে ইঞ্চিতে কখনোই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই মহিলাদেরও একটু সাবধান হওয়া দরকার।’’
আর এই বক্তব্যের পাল্টা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, বাংলা হল দেশের মধ্যে নিরাপদ রাজ্য। আর তাঁর দলের সাংসদ বলছেন, মেয়েদের সাবধান হওয়া উচিত। পুরো দ্বিচারিতা দেখছেন মানুষ।’’
অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘‘দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, সৌগতের কথায় সেই একই প্রতিফলন দেখা যাচ্ছে। এক সুরে গান না গাইলেই নম্বর কাটা যেতে পারে। তাই আর বেশি ঝুঁকি নিতে পারেননি।’’
উল্লেখ্য, রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজেরও স্টুডেন্টদের দেখভাল করার বিষয়ে একটা দায়িত্ব রয়েছে। বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত, বিশেষত ছোট পড়ুয়াদের রাতে বাইরে বেরোতে না-দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।