৭দিন পরেই বিরাট অপারেশন! কী হয়েছে মহুয়া মৈত্রের? নিজের মুখেই জানালেন সেই কষ্টের কথা

এতদিন এই নিয়ে কোনো কথা না বললেও এবার ফের বিপুল ভোটে জিতে মুখ খুললেন মহুয়া। এদিন সাংবাদিক বরখা দত্তের পডকাস্ট অনুষ্ঠানে গিয়ে তার ওপর ‘অত্যাচারের’ ঘটনার কথা খোলসা করেন মহুয়া।

Parna Sengupta | Published : Jun 13, 2024 5:36 PM IST

নদিয়া কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। রাজবধূ অমৃতা রায়কে হারিয়ে ফের সংসদে যাচ্ছেন তিনি। তবে তার আগেই নিজের কষ্টের কথা তুলে ধরলেন মহুয়া। সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের অনুষ্ঠানে একাধিক ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তোলেন মহুয়া। বলেন, ‘আমার পুরো (জরায়ুর) অপারেশন হয়েছিল। বলতে হচ্ছে তাই এটা সবার সামনে বলছি। অনেকেই আছেন যারা মেনোপজ নিয়ে বলতে দ্বিধা বোধ করেন। কিন্তু আমি বলছি।’

মহুয়া বলেন, ‘আমার পুরো হিসটেরেকটমি ছিল ৮ জানুয়ারি। আমার প্রথম সার্জারির পর আমি ১১-১২ তারিখে হাসপাতাল থেকে ছাড়া পাই। সাতদিন পরে সরকারের কোয়ার্টারে ছিলাম। আমায় টিকিট দেওয়া হয়েছিল… ওদিকে অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা বিজেপির হয়ে আদালতে গিয়েছিলেন। সার্জারির কথা শুনে তিনি হাসতে হাসতে বলেছিলেন হা হা হা…দেখুন সার্জারির সময়টা। যেন সার্জারিটা নিজে থেকে তৈরি করা ছিল।…’

Latest Videos

নিজের যন্ত্রনার কথা শেয়ার করে মহুয়া বলেন, ‘হিসটেরেকটমির আট দিন পরে…১৬ তারিখে আমায় সরকারি আবাসন ছেড়ে দিতে। ফ্ল্যাটের বাইরে সেদিন সকালে ২০০ পুলিশ কর্মী, একাধিক বিজেপি মিডিয়া। সবাই দাঁড়িয়ে দেখতে চাইছেন মহুয়া মৈত্রকে বের করা হবে। তবে আমি ঘর পরিস্কার করে চাবি দিয়ে দিয়েছিলাম। …’

এতদিন এই নিয়ে কোনো কথা না বললেও এবার ফের বিপুল ভোটে জিতে মুখ খুললেন মহুয়া। এদিন সাংবাদিক বরখা দত্তের পডকাস্ট অনুষ্ঠানে গিয়ে তার ওপর ‘অত্যাচারের’ ঘটনার কথা খোলসা করেন মহুয়া।

ঘুষ বিতর্কে জল ঢেলে চব্বিশের লোকসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। কৃষ্ণনগর কেন্দ্রে ফের একবার জয়ী হয়েছেন মহুয়া। আর ভোটে জিতে এবার বিজেপির ওপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের দাপুটে নেত্রী। মুখ খুললেন নিজের ওপরে হওয়া ‘অত্যাচার’, নিজের শারীরিক অসুস্থতা নিয়েও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
Suvendu Adhikari : অভিষেককে কার্বাইটে পাকানো কাঁঠালের সঙ্গে তুলনা শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
বীমার নামে প্রতারণা! লক্ষাধিক টাকার লেনদেন করতে গিয়ে ধরা পড়লো প্রতারক জুটি | Barasat News Today
ট্রাম না চালানোর সিদ্ধান্ত রাজ্য় সরকারের, প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে | Kolkata Tram
'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি পেলাম' মন্তব্য অনুব্রত মণ্ডলের