তৃণমূলের বহিস্কৃত নেত্রীর বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ, ষড়যন্ত্রের অভিযোগ রাজন্যার

Published : Sep 27, 2025, 09:00 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Sonarpur News: তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্যা হালদারের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায়  ষড়যন্ত্রের অভিযোগ রাজন্যার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Sonarpur News: সোনারপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য। তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্যা হালদারের বাড়ি থেকে নগদ ও দামী জিনিসপত্র খোয়া। সোনারপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, রাজন্যা হালদারের বাড়ি থেকে খোয়া গেল নগদ ৪০ থেকে ৪৫ হাজার টাকা। একটি বায়নাকুলার সহ বিদেশী ও দামী বেশ কিছু জিনিসপত্র। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজন্যা হালদারের পরিবার জামাকাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল। রাতভর বৃষ্টির কারণে তাঁরা দেরি করে ফেরেন। প্রায় রাত বারোটার সময় বাড়িতে ফিরে তালা খুললেও দেখা যায়, সমস্ত দরজা ভেতর থেকে আটকানো। পরিস্থিতি দেখে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা।

কীভাবে ঘটল চুরির ঘটনা?

 বাড়ির ভেতরে ঢুকেই দেখা যায়, পেছনের দিকে বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নীচের ও উপরের তলার একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। সেখান থেকেই নগদ টাকা, বায়নাকুলার এবং বিদেশ থেকে আনা বেশ কিছু দামী জিনিসপত্র উধাও।

চুরির ঘটনায় ক্ষুব্ধ রাজন্যা হালদার সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র লুকিয়ে আছে। ঘটনায় পুলিশকে অবগত করা হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, ভিন জেলা ও ভিন রাজ্য থেকে ডাকাতি করতে আসা ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু অস্ত্র। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল থেকে গ্রেফতার হয় ওই ৭ জনের ডাকাত দল। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় ছিল এই ডাকাত দলটি। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ। পানিপারুলের কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে ৭ জনের গ্যাংকে গ্রেফতার করে পুলিশ। 

ডাকাত দলের কাছ থেকে তালা ও দরজা ভাঙার বিভিন্ন সরঞ্জাম ও ভোজলি সহজ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে পানিপারুল পেট্রল পাম্পে ডাকাতি করার ছক কষছিলো ডাকাতের দল। ৭ জনের ডাকাত দলের সদস্যদের নাম

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?