জনসংযোগ বাড়াতে বুধবার নারী দিবসের দিন রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা।
আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনর জন্য বিশেষ কর্মসূচি। নারী দিবসে রাজ্যের মহিলাদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে এবার বাড়ি বাড়ি পৌঁছবে তৃণমূলের সদস্যারা। পঞ্চায়েত ভোটের আগে এই পদক্ষেপ যে মহিলা ধরে রাখার জন্য সে বিষয় সন্দেহের জায়গা নেই। উল্লেখ্য এর আগেও রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপোশ্রী, কন্যাশ্রীর মত একের পর এক প্রকল্প নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য এই মহিলা ভোট নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের বড় হাতিয়ার। এবার জনসংযোগ বাড়াতে বুধবার নারী দিবসের দিন রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। রাজ্যের ৩৬ সাংগঠনিক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে তাঁদের৷ আজ অন্তত পক্ষে ৩০০ করে বাড়িতে যাবেন তৃণমূলের মহিলা সদস্যরা। 'দিদির সুরক্ষা কবচে' মহিলারা কতটা সুরক্ষীত সেই বার্তা প্রচারই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির জয়গান প্রধানমন্ত্রীর মুখে। দেশের নারীদের বিকাশে সরকার আগামী দিনে আরও সচেষ্ট হবে বলেও জানিয়েছেন মোদী। বুধবার সাত সকালে টুইট বার্তায় দেশের সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। টুইটারে এই মর্মে একটি ভিডিও পোষ্ট করেন তিনি। সঙ্গে নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া হ্যাসট্যাগও ব্যবহার করেন তিনি। বুধবার সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি টুইট করা হয়। সঙ্গে নারী শক্তিকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। ভারতের অগ্র গতিতে নারীর ভূমিকার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি মহিলাদের স্বনির্ভরতার কথাও বলেছেন। মেয়েদের স্বনির্ভর করে তুলতে সরকার আগামী দিনে উইমেন এমপাওয়ারমেন্টের উপর বিশেষ জোর দেবে বলেও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবসের দিন দেশবাসীর প্রতি শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর। টুইটারে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন,'আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানাই। ভারতের অগ্রগতিতে আমরা নারীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আমাদের সরকার আগামী দিনে নারীকে স্বনির্ভর করে তুলতে আগামী দিনে আরও পদক্ষেপ নেবে।' পাশাপাশি নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া হ্যাসট্যাগও ব্যবহার করে একটি ভিডিও শেয়ার করেন তিনি।
আরও পড়ুন -
'এবার বুঝতে পারবে দিল্লিত লাড্ডু কী রকম খেতে', অনুব্রত ইস্যুতে তীব্র কটাক্ষ দিলীপের
হোলি উপলক্ষ্যে শহরে মোতায়েন ৪ হাজার পুলিশ কর্মী, কড়া নিরাপত্তা ব্যবস্থা কলকাতায়
মোদীর মুখে নারী শক্তির জয়গান, আন্তর্জাতিক নারী দিবসে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর