বীরভূমের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস। ঢাক বাজিয়ে তাসা নিয়ে বিজয় মিছিল করে। স্থানীয়দের মধ্যে প্রায় ৭০ হাজার মিষ্টিও বিলি করা হয়
চতুর্থ দফার নির্বাচনের পরই এবার চমক দেখা গেল অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমে। সোমবার ভোট গ্রহণ হয়েছে বীরভূমে। মঙ্গলবার সকালেই তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখের নেতৃত্বে বিরভূমের নানুরে বিজয় মিছিল হয়। সেখানে মিষ্টি বিলি হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের দাবি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল এই নির্বাচনে তিন লক্ষেরও বেশি ভোটে জিতবে। আর সেই কারণে ভোট গ্রহণের পরের দিনই বিজয় মিছিল করে ঘাসফুল শিবির।
বীরভূমের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস। ঢাক বাজিয়ে তাসা নিয়ে বিজয় মিছিল করে। স্থানীয়দের মধ্যে প্রায় ৭০ হাজার মিষ্টিও বিলি করা হয়। তৃণমূলের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি-সহ জেলার প্রথম সারির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। চলতি লোকসভা ভোট বীরভূমের তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ অনুব্রতহীন ভোট ছিল এটা। এবার বীরভূমে ভোটের একটি বড় দায়িত্ব ছিল জেলার নেতা কাজল শেখের ওপর। নির্বাচনের পরের দিনই বিজয় মিছিল বার করে বড় চমক দিলেন কাজল শেখ।
Narendra Modi: 'মা গঙ্গা দত্তক নিয়েছেন', মনোনয়ন দাখিল করে বারাণসীতে শক্তি প্রদর্শন নরেন্দ্র মোদীর
কাজল শেখ আগেই দাবি করেছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল এবার নির্বাচনের তিন লক্ষেরও বেশি ব্যাবধানে জিতবেন। ভোটের পরেও সেই দাবিতে অনড় থাকেন তিনি। ভোটের পরের দিনই তৃণমূল নেতা তাই আগাম বিজয় মিছিল করলেন। মিছিল নিয়ে কাজল শেখ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সারা বছরই পড়াশুনা করে। তাই তাদের ফলাফল ভাল হয়। তিনি আরও বলেন ফলফল ঘোষণার দিন তাঁর ভবিষ্যদ্বাণী মিলবে বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল ৩ লক্ষ ভোটে জিতে গিয়েছে এটা ধরে নিয়েই তাঁরা বিজয় মিছিল করেছেন।
চতুর্থ দফা ভোটের দিনেই ফলাফলের ভবিষ্যদ্বাণী মমতার মুখে, লোকসভা নির্বাচনে কি খেলা ঘুরছে