বসিরহাটে রেখা পাত্রের বিরুদ্ধে দাঁড়াতে ২০ লক্ষ টাকা দিতে চেয়েছিল তৃণমূল! বিস্ফোরক দাবি আন্দোলনকারীর

Published : May 15, 2024, 08:21 PM IST
basirhat

সংক্ষিপ্ত

মুখ খুললেন আরেক মহিলা আন্দোলনকারী। বিরাট দাবি করলেন অর্চনা ভুঁইঞা নামের সন্দেশখালির এক আন্দোলনকারী। কী বললেন তিনি।

একদিকে যখন ভাইরাল ভিডিও কাণ্ডে উত্তাল সন্দেশখালি, সেই সময় এক বিস্ফোরক দাবি করলেন এক মহিলা আন্দোলনকারী। এটা সবাই জানেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। সন্তানকে কোলে নিয়ে তিনিই প্রথম শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন। অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন সন্দেশখালি আন্দোলনের মুখ।

এবার সামনে এল আরেক ঘটনা। মুখ খুললেন আরেক মহিলা আন্দোলনকারী। বিরাট দাবি করলেন অর্চনা ভুঁইঞা নামের সন্দেশখালির এক আন্দোলনকারী। কী বললেন তিনি। তাঁর দাবি রেখার বিরুদ্ধে তাঁকেই দাঁড় করাতে চেয়েছিল তৃণমূল শিবির। শুধু তাই নয়, তাঁকে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। অর্চনা বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল। আমাদের ইজ্জতের কি কোনও দাম নেই?’ অর্চনার কথায়, ‘আমায় বলেছিল তোমায় প্রার্থী করা হবে। এক মাস আগে। তৃণমূলের কর্মীরা… বলেছিল।

অর্চনা আরও বলেন, ‘আমায় বলেছিল, তোমার জমি, জায়গা ফেরত দিয়ে দেওয়া হবে। টাকা দেব। আমায় ২০ লক্ষ টাকা দিতে চেয়েছিল। আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে অন্ধ করে দিয়েছে। এখন প্রার্থী করার জন্য এসেছিল, বিজেপি যখন একজন আন্দোলনকারীকে প্রার্থী করছে, আমরা তোমায় ভোটে দাঁড় করাতে চাইছি। সেই প্রার্থী তুমি হও’। এই দাবি করার পাশাপাশি বেশ কয়েকজনের নামও নেন অর্চনা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'গত ১০০ বছরে ২৪ ঘন্টার মধ্যে এত কাজ হয়নি', রাজ্যের উন্নয়ন নিয়ে বড় দাবি মোদীর
Yusuf Pathan: সমালোচনার পর অবশেষে বেলডাঙায় ইউসুফ পাঠান, এড়িয়ে গেলেন যে প্রসঙ্গ