Mamata Banerjee: ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন, ঘোষণা মমতার

Published : May 15, 2024, 07:05 PM ISTUpdated : May 15, 2024, 07:46 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী? দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফের সংশয় তৈরি হয়েছে। তৃণমূল কী করবে এখনও পরিষ্কার হচ্ছে না।

কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁরা ইন্ডিয়া জোটে নেই। কিন্তু বুধবার হুগলির চুঁচুড়ার জনসভায় সম্পূর্ণ অন্য কথা বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁর দাবি, ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে তৃণমূলই। যদিও ইন্ডিয়া জোট এবারের লোকসভা নির্বাচনে জয় পেয়ে কেন্দ্রে সরকার গঠন করলে সেই সরকারে যোগ দেবে না তৃণমূল। বাইরে থেকে সরকারকে সমর্থন করবে তৃণমূল। মমতার এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে এনডিএ বা ইউপিএ সরকারকে যখনই সমর্থন করেছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা। এবার কেন বাইরে থেকে সমর্থনের কথা বলছেন মমতা, সেটা স্পষ্ট নয়। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থন করেছিল বাম দলগুলি। এবার হয়তো সেই কৌশলই নিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে থাকবে তৃণমূল?

সম্প্রতি ইন্ডিয়া জোটের কোনও দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একই মঞ্চে দেখা যায়নি। ইন্ডিয়া জোটের দলগুলির বৈঠকে প্রতিনিধিও পাঠাননি মমতা। কিছুদিন আগে তিনি কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছিলেন, এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে ৪০টি আসনেও জয় পাবে না কংগ্রেস। কিন্তু এবার সরাসরি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। ফলে তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বাংলার স্বার্থে কাজ করবে ইন্ডিয়া জোটের নেতৃত্বাধীন সরকার, দাবি মমতার

বুধবার মমতা বলেছেন, ‘আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব। আমরা বাইরে থেকে জোটকে সবরকমভাবে সাহায্য করব। বাংলার মা-বোনেদের যাতে কখনও সমস্যায় পড়তে না হয়, তার জন্যই সরকার গঠন করব আমরা। যাঁরা ১০০ দিনের কাজ করেন, তাঁদেরও যাতে সমস্যায় পড়তে না হয়, সেটা দেখব আমরা।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mamata Banerjee: 'কোনও বিজেপি নেতার ঠাকুর্দার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা নেই,' হুঙ্কার মমতার

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি