ভোটের মুখে শাসক নেতার ঘর ওয়াপসি, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে ফিরলেন প্রাক্তন মণ্ডল সভাপতি

Published : Jul 27, 2025, 01:01 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nandigram BJP News: শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে ফের যোগ দিলেন নন্দীগ্রামের বিজেপির মণ্ডল সভাপতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Nandigram: নন্দীগ্রামের তৃণমূল নেতার ঘর ওয়াপসি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়দেব দাস সহ আরও প্রাক্তন বিজেপি নেতারা তৃণমূল ছেড়ে ফিরে এলেন বিজেপিতেই। সব মামলা তুলে নেওয়া হবে আশ্বাসেই কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে গিয়েছিলেন। তৃণমূলের দেওয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল দল করাটা অত্যন্ত লজ্জার বিজেপিতে ফিরে জানালেন জয়দেব দাস। ‘তৃণমূল পবিত্র গঙ্গার মত, নেতিবাচক মানসিকতা নিয়ে এলে ভেসে যাবে’। পাল্টা কটাক্ষ তৃণমূলের।

সূত্রের খবর, নন্দীগ্রামে তৃণমূল নেতার ঘর ওয়াপসি। ২০২২ সালের ৪ নভেম্বর নন্দীগ্রামের সাউদখালিতে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির মন্ডল সভাপতি জয়দেব দাস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই জয়দেব সহ বেশ কিছু তৃণমূল নেতা ফের যোগ দিল বিজেপিতে। যোগদানকারীদের গলায় উত্তরীয় পরিয়ে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী।

জয়দেবের দাবি, ‘’কিছু মান অভিমানের জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম। তৃণমূল আমাদের কথা দিয়েছিল, মামলা তুলে নেবে। কিন্তু তিন বছর হয়ে গেলো, তৃণমূলের করা মামলা তৃণমূল কর্মী হিসেবেই বয়ে বেড়াতে হচ্ছে।'' আর শুভেন্দু অধিকারীর দাবি, ‘’যোগদান নয়, জয়দেবরা ঘরে ফিরে এসেছে।'' নন্দীগ্রামে বিজেপির জয়ের পিছনে জয়দেবের হাত রয়েছে এমনটাই জানান শুভেন্দু। পাশাপাশি তিনি এও ঘোষণা করেন, নন্দীগ্রামে কোনও হিন্দুই আর বাইরে থাকবে না, তারা বিজেপির সঙ্গেই থাকবে। আর এই পুরো বিষয়টাকেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘’তৃণমূল দলটা পবিত্র গঙ্গার মত। যারা নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা ভেসে চলে যাবে।'' 

অন্যদিকে, আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি। এবার লালমাটির জেলা থেকেই ভাষা আন্দোলন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। একুশে জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী রাজ্যে-রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। তৃণমূল নেত্রীর নির্দেশে আজ থেকেই সেই ভাষা আন্দোলন শুরু করতে চলছে তৃণমূল।

জানা গিয়েছে, সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর সাড়ে ১২ টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন। বিকেলে যোগ দেবেন ভাষা আন্দোলনের মিছিলে। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিল হবে। জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে ইলামবাজারে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে তেমনটাই খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের