
Mamata Banerjee News: আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি। এবার লালমাটির জেলা থেকেই ভাষা আন্দোলন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। একুশে জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী রাজ্যে-রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। তৃণমূল নেত্রীর নির্দেশে আজ থেকেই সেই ভাষা আন্দোলন শুরু করতে চলছে তৃণমূল।
জানা গিয়েছে, সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর সাড়ে ১২ টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন। বিকেলে যোগ দেবেন ভাষা আন্দোলনের মিছিলে। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিল হবে। জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে ইলামবাজারে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে তেমনটাই খবর।
এদিকে, পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানা (Haryana), দিল্লি-সহ (Delhi) বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। রাজ্যের শাসক দল সরব হয়েছে। পাল্টা বাঙালিদের হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের শাসক দল।
এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের হেল্পলাইন নাম্বার চালু করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন।
এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।’ এ কথা মাথায় রেখেই হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে