'সরাসরি রাজনীতিতে আসুন', আদালতে অভিষেকের নাম নিতেই অভিজিৎ গঙ্গোপাধ্য়াকে আক্রমণ কুণালের

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্ট বলান তৃণমূল তরজা। অভিষেক ইস্যুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ কুণাল ঘোষের।

 

Web Desk - ANB | Published : Apr 13, 2023 12:15 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় আবারও হাইকোর্ট - তৃণমূল কংগ্রেস তরজা শুরু। এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি চ্যালেঞ্জ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে কুণাল বিচারপতিকে সরাসরি রাজনীতিকে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন। ঘটনার সূত্রপাত, এদিন আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছিলেন প্রয়োজনে এনফোর্সমেন্ট জিরেক্টরেট ও সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে। তাঁর এই নির্দেশের পরই কুণাল চ্যালেঞ্জ জানিয়েছেন বিচারপতিকে।

ঘটনার সূত্রপাতঃ

Latest Videos

নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছে কুন্তল ঘোষ। তিনি ৩০ মার্চ আদালতে যাওয়ার সময় দাবি করেছিলেন যে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ঠিক এক দিন আগেই শহিদমিনারের জনসভা থেকে অভিষেক কেন্দ্রীয় সরকারকে নিশানাকরে বলেছিলেন, সারদার তদন্তের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি জেলবন্দি কুণাল ঘোষ ও মদন মিত্রকে তাঁর নাম নিতে বলেছিল। আদালতের বিচারকের হাতে কুন্তল একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থা অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁর ওপর চাপ তৈরি করছে।

আদালতের পর্যবেক্ষণঃ

হাইকোর্টের পর্যবেক্ষণ একটি সভায় অভিষেক বলেছিলেন তাঁর নাম বলার জন্য চাপ দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছ। অভিষেকের মন্তব্যের সঙ্গে কুন্তলের চিঠির কোথায় মিল রয়েছে তা দেখা প্রয়োজন। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে।

কুণালের মন্তব্য

বিচারপতির এই মন্তব্যের পরই অভিজিৎ গঙ্গোপাধ্যাকে নিশানা করেছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, যেভাবে কোনও ক্ষেত্রে বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি করা হচ্ছে, বিরোধীদের অক্সিজেন দিতে নিজের উইশ লিস্ট বলা হচ্ছে, নিজেকে ব্যক্তি প্রচারে হিরো সাজানোর চেষ্টা চলছে, তাতে বিচারব্যবস্থার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। ওই চেয়ারটা ছেড়ে সরাসরি রাজনীতিতে আসুন। একাধিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানিয়েছেন তিনি তাঁর মন্তব্যে অনড় রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, 'বিচারপতির চেয়ারের অপমান না করে প্রয়োজনে টুলে দাঁড়িয়ে রাজনীতি করুন।' কুণালের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

এটাই প্রথম নয়, এর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার একাধিক তৃণমূল নেতা বিচারপতিদের আক্রমণ করেছেন। এদিন কুণাল মামলাকে প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, রিট কোর্টের কোনও এক্তিয়ার নেই বিচারের বাইরে কিছু বলার। কুণালের অভিযোগ বিচারপতি এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। অভিষেকের চরিত্র হনন করছেন বলেও অভিযোগ তাঁর।

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja