আদালতে ঢোকার আগে বেহালাবাসীর উদ্দেশ্যে বার্তা পার্থর, জানালেন নববর্ষের শুভেচ্ছাও

তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের মর্যাদা হারানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে মৌনই থেকেছেন তিনি। বেহালাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,'বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই।'

Web Desk - ANB | Published : Apr 13, 2023 9:18 AM IST

জেলবন্দী অবস্থাতেই বেহালাবাসীকে শুভেচ্ছা জানালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে। এদিন আদালতে তোলার আগে নিজের বিধানসভার বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত আরও ১৪ জনকে। এদিন আদালতে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। তাঁর কথায় বেহালাবাসীর প্রতি চিন্তা ফুঁটে উঠেছে। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের মর্যাদা হারানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে মৌনই থেকেছেন তিনি। বেহালাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,'বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই।'

প্রসঙ্গত, দুর্নীতিকাণ্ডে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর যোগ নিয়ে বড় অভিযোগ করলেন পার্থ। বিআইনি নিয়োগের ক্ষেত্রে হেভি ওয়েটদের তদ্বির করার দাবি তুললেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরাই বেআইনি ভাবে নিয়োগের জন্য তদ্বির করেছিল। তিনি সরাসরি না করে দিয়েছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি তিন নেতার নাম করে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। সরাসরি সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বললেন,'যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা আজ বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯-১০ সালের সিএজি রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে। কারণ আমি স্পষ্ট বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই।' এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন,'ও বড় বড় কথা বলছে। শুভেন্দুর ২০১১-২০১২ সালটা খুঁজে দেখুন। ও ডিপিএস নিয়ে কী অবস্থা করেছে দেখুন।' পাশাপাশি নিজের অবস্থান পরিষ্কার করতে পার্থ বলেন,'জন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা সমস্ত জায়গায় চাকরির জন্য তদ্বির করেছেন। আমি বলেছিলাম এবিষয় কোনও সাহায্য করা তো দূরের কথা আমি কোনও বেআইনি কাজ করতে পারব না।'

প্রসঙ্গত এর আগে গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার জেল হেফাজতের মেয়াদ শেষ হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন তাঁকে আদালতে হাজির করা হলে ফের জামিনের আর্জি জানান পার্থ। এজলাসে দাঁড়িয়ে তিনি বলেন,'আমার কাছ থেকে একটা টাকাও উদ্ধার হয়নি। আমি এক টাকাও নিইনি।' পাশাপাশি তিনি আরও বলেন,'আমি তো জেল থেকে বেরিয়ে শিক্ষা দফতরে ফিরে যাচ্ছি না। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে। আমার এখানে কী ভূমিকা? আর কতদিন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে সময় নেবে সিবিআই?'

Share this article
click me!