সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গেল ৩১ ডিগ্রি, ভ্যালেন্টাইন্স ডে-র আগেই তীব্র গরমে হাঁসফাঁস কলকাতাবাসীর

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি।

Web Desk - ANB | Published : Feb 12, 2023 1:36 AM IST / Updated: Feb 12 2023, 07:27 AM IST

দু’দিন পরেই আসছে ভালোবাসা দিবস ‘ভ্যালেন্টাইন্স ডে’। ইতিমধ্যেই বাংলার থেকে প্রায় বিদায় নিয়েছে শীত। মধ্য রাতের দিকে যে শিরশিরানি ভাবটা কিছুদিন আগে পর্যন্ত টের পাওয়া যাচ্ছিল, ভালোবাসার সপ্তাহে তা প্রায় নেই বললেই চলে। লেপ, কম্বল, সবই ফিরে গিয়েছে নিজের নিজের পূর্ব স্থানে। প্রেমদিবসের আগেই এবার বাঙালির দুয়ারে কড়া নাড়ছে গরমের হাঁসফাঁস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সেই মাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি।

বঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে রবিবার বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুই জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি বেশি। বাঁকুড়াতে রাতের তাপমাত্রা  আবার ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে গেলেও মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গে অবশ্য এখনও পর্যন্ত ভালোরকমই জারি থাকছে শীতের আমেজ। দার্জিলিং জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৪ ডিগ্রির আশেপাশে, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালিম্পং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

উত্তরে দার্জিলিং জেলায় রবি এবং সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতেও, তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই কম। এই দুই জেলা ছাড়া পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে অগভীর থেকে মাঝারি কুয়াশার চাদর দেখা যাবে। তবে, তাপমাত্রা আপাতত একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, আগামী ২-৩ দিন পর থেকে তাপমাত্রার পারদ ফের ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। 

আরও পড়ুন-

ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরার উদ্যোগ বিজেপির, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল নিয়ে কী বলছেন দিলীপ ঘোষ?
পনেরো বছরের ছোট্ট মেয়ের হাত ধরে ঠায় বসে রয়েছেন বাবা, তুরস্কের ধ্বংসস্তূপের নীচ থেকে যদি একবার সাড়া দেয় ইরমাক  
ভ্যালেন্টাইন ডে-র আগেই ভাঙল হৃদয়, পুরুষ-’প্রেমিকা’কে হাজার হাজার টাকা দিয়ে এখন মাথা চাপড়াচ্ছেন প্রেমিক

Share this article
click me!