সোমবার থেকে তাপমাত্রা বাড়বে, তার সঙ্গে আকাশ বিক্ষিপ্তভাবে মেঘলা থাকায় কলকাতায় বাড়বে প্যাপ্যাচে গরমের অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত গরমে নাজেহাল হবেন বঙ্গবাসী।
সোমবার এক ধাক্কায় প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২৮ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ভালোরকম বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।
অন্যদিকে, পার্বত্য বঙ্গ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। তার জেরে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির প্রভাবে বিপদসীমায় বইছে উত্তরের সমস্ত নদী। জলস্তর বৃদ্ধির ফলে সমস্ত নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
আগামী দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।