জুন মাসের শেষ থেকে একটানা বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টির জেরে তাপমাত্রা হু হু করে নেমে গেছে শহর কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে একেবারে ২৫ ডিগ্রির কাছাকাছি।
28
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পয়লা জুলাইও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
38
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।
48
শনিবারের পর রবিবারেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার বেলা বাড়লে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত একটানা চলতে পারে।
58
আগামী ৫ দিন ধরে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
68
অন্যদিকে, জুলাইয়ের প্রথম সপ্তাহেও উত্তরবঙ্গে প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি জেলায় শনিবারও ভারী থেকে অতি ভারী (৭-২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।
78
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, প্রত্যেক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।