Weather News: বৃষ্টির জেরে তাপমাত্রার আমূল পরিবর্তন, শুক্রবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

Published : Jun 30, 2023, 06:29 AM ISTUpdated : Jun 30, 2023, 06:36 AM IST

শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। 

PREV
17

বেশ কিছুদিন ধরে একটানা বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টির জেরে তাপমাত্রা হু হু করে নেমে গেছে শহর কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে একেবারে ২৫ ডিগ্রির কাছাকাছি।

27

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

37

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।

47

শুক্রবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফিরে আসবে ঘর্মাক্ত আবহাওয়া।

57

শুক্রবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে, এর কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

67

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 

click me!

Recommended Stories