দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। তবে ভোর ও সকালের দিকে ঘন কুয়াশার দাপট বাড়তে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।