- Home
- World News
- Bangladesh News
- 'আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার
'আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার
Bangladesh News: পদ্মাপারে অশান্তির আবহে এবার বাংলাদেশি ইসলামি নেতার বিস্ফোরক মন্তব্যে ছড়ালো চাঞ্চল্য। খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব
পদ্মাপারে অরাজকতার আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন ওপার বাংলার ইসলামি নেতা আলেম রফিকউল্লাহ আনসারী। সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আনসারীর একটি অডিও বার্তা। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে-''আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক। আপুর যদি হাসবেন্ড না থাকে তাহলে আমি আমার প্রিয় আপুকে বিয়ে করব। আপু চলে আসুন। মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ আপু। বুক ভরা ভালোবাসা দেব তোমাকে। চলে আসো বাংলার জমিনে।'' (যদিও এই ভিডিয়ো বা অডিও বার্তার সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।
কে এই আলেম রফিকউল্লাহ আনসারী ?
সোশ্যাল মিডিয়ায় আলেমের এই বার্তা ব্যাপক ভাইরাল হলেও তিনি আদতে হলেন বাংলাদেশের নোয়াখালির একজন কৌতূক ইসলামি বক্তা। ইসলামের বিভিন্ন ধর্মীয় বিষয় যেমন-কোরান, কেয়ামত, বিবাহ, শয়তান ও ইতিহাস নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও তার ওয়াজগুলো ইউটিউবে ব্যাপক জনপ্রিয়। তার জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও তিনি বাংলাদেশের মাদ্রাসাগুলিতে শিশুদের ওপর হওয়া ব্যাপক অত্য়াচার নিয়ে সরব থাকেন। মানুষকে সৎ উপদেশ দেন ও কল্যাণের পথে চলার কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
যদিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই গোটা বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে নেটপাড়ায়। নেটিজেনদের কেউ-কেউ মজার ছলে বলেছেন-''আপনারা নিয়ে যান। আমরা তাহলে বাঁচি।'' আবার কেউ লিখেছেন-''তাড়াতাড়ি নিয়ে যান। এই মহিলা আপনার জন্য একদম ঠিক।'' সব মিলিয়ে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে নেটিজেনদের মধ্যে।
এখন কী অবস্থা বাংলাদেশের?
এদিকে বিএনপি-র চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমান দেশে ফিরছেব আজ। যারফলে নতুন করে জ্বলছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। আগামী বছর বাংলাদেশে নির্বাচন। তার আগে খালেদা পুত্রের প্রত্যাবর্তনে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশে নতুন করে অশান্তি
বিএনপি (Bangladesh Nationalist Party) নেতা তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশে ফেরার ঠিক আগে ফের হিংসা ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধেবেলা বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) মগবাজার উড়ালপুলের (Moghbazar Flyover) কাছে ককটেল বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়। তারপর থেকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

