বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আজও ব্যতিক্রম হবে না। আর কয়েক ঘন্টার মধ্যেই নাকি জেলায় জেলায় শুরু হবে ঝড়ের তাণ্ডব! ভাসতে চলেছে কোন কোন জেলা? দক্ষিণবঙ্গে কবে কমবে দুর্যোগ?
আজ কলকাতা-সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তাপমাত্রা কমই থাকবে।
514
তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
614
ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। যা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও।
714
যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। রাতভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়।
814
আজ সকাল থেকেও একই পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কমবে তাপমাত্রা।
914
তবে শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশপাশি বাকি জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তাল থাকবে সমুদ্রও।
1014
রীতিমত দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে রাজ্য জুড়ে। তবে এই দুর্যোগ চিরস্থায়ী নয়।
1114
আগামী ২৪ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
1214
উত্তরবঙ্গে এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় দুর্যোগ নেমে আসতে পারে।
1314
বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
1414
জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ জুন পর্যন্ত এমন বর্ষণমুখর পরিস্থিতি থাকবে।