Train Cancellation: হাওড়া ডিভিশনে ৬ দিন চলবে রক্ষণাবেক্ষণের কাজ, বাতিল এক জোড়া লোকাল ট্রেন

Published : Sep 19, 2025, 08:59 AM IST

পূর্ব রেলওয়ের ঘোষণা অনুযায়ী, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিন এই ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

PREV
15

পুজোর আগে খারাপ খবর। হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবার টানা ৬ দিন বাতিল থাকবে ট্রেন। সদ্য এমনই জানানো হল পূর্ব রেলওয়ের পক্ষ থেকে। এবার হাওড়া থেকে একটি গুরুত্বপূর্ণ শাখার ট্রেন বাতিল করা হল।

25

রেল সূত্রে খবর, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় টানা ছদিন লাইনে সাময়িক পরিষেবা নিয়ন্ত্রণ হতে পারে। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ও কাটোয়া থেকে ৩৭৭৪৮ নম্বরের লোকাল ট্রেন ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। অন্য দিকে, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকালটি ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত কাটোয়া ও ধাত্রীগামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

35

প্রকাশ্যে আশা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনেরবেলা ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম-অম্বিকা কালনা-গুপতিপাড়া স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল-আজিমগঞ্জ- কাটোয়া লাইনে ছদিন অর্থাৎ ১৯ তারিখ, শুক্রবার থেকে আগামী ২৪ তারিখ, বুধবার পর্যন্ত প্রতিদিন ৩ ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। তার জন্য ট্রেন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আনা হবে।

45

রেলের পক্ষ থেকে বলা হয়েছে, ব্লক চলাকালীন কোনও স্পেশাল অথবা দেরিতে চলা ট্রেন এবং পরবর্তীকালে যে কোনও নতুন চালু হওয়া ট্রেন বা পার্সেল ট্রেন বা টিওডি থাকলে তা যথাযথ নিয়ন্ত্রণ অথবা পরিবর্তন করা হবে।

55

পূর্ব রেলওয়ে যাত্রীদের স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ করেছে। হঠাৎ করে হাওড়া লাইনে এভাবে লোকাল বাতিল হওয়ায় ভোগান্তির মুখে পড়বেন যাত্রীরা। এমনই আশঙ্কা সকলের মনে।

Read more Photos on
click me!

Recommended Stories