প্রকাশ্যে আশা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনেরবেলা ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম-অম্বিকা কালনা-গুপতিপাড়া স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল-আজিমগঞ্জ- কাটোয়া লাইনে ছদিন অর্থাৎ ১৯ তারিখ, শুক্রবার থেকে আগামী ২৪ তারিখ, বুধবার পর্যন্ত প্রতিদিন ৩ ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। তার জন্য ট্রেন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আনা হবে।