- Home
- West Bengal
- Kolkata
- Train Cancelled: আজ শুক্রবার হবে বিশেষ মেরামতির কাজ, বাতিল হল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, রইল তালিকা
Train Cancelled: আজ শুক্রবার হবে বিশেষ মেরামতির কাজ, বাতিল হল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, রইল তালিকা
আজ, ১২ সেপ্টেম্বর, শুক্রবার শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বন্ধ থাকবে মেরামতির কাজের জন্য। ডানকুনি ও নৈহাটি শাখার ট্রেনগুলিও বাতিল করা হয়েছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।

আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর বন্ধ থাকবে শিয়ালদহ শাখার একাধিক ট্রেন। বিশেষ মেরামতির কাজের জন্য বাতিল করা হচ্ছে একাধিক লোকাল। বুধবারই এই ঘোষণা করা হয়েছিল রেলের পক্ষ থেকে। আজ বন্ধ থাকবে ডানকুনি ও নৈহাটি শাখার একাধিক ট্রেন।
ট্রেন বাতিল হওয়ার কারণে যে তারা ভোগান্তিতে পড়তে পারে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিধান নগর ও শিয়ালদহের মাঝে থাকা এক নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে হবে কাজ। সে কারণে বন্ধ রাখা হবে ট্রেন। প্রায় ২৪০ মিনিট বন্ধ থাকবে সম্পূর্ণ ট্রেন চলাচল। দেখে নিন আজ বাতিল হয়েছে কোন কোন ট্রেন।
৩২২৮৯ শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল বাতিল থাকবে। ৩২২৫২ ডানকুনি থেকে শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। তেমনই ৩১৪৪৭ শিয়ালদহ থেকে নৈহাটি লোকাল এবং ৩১৪৫০ নৈহাটি থেকে শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। তেমনই ৩১৫৪২ শান্তিপুর- শিয়ালদহ লোকাল চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ৩১৫১১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ১২ সেপ্টেম্বর ব্যারাকপুর পর্যন্ত চলবে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোর ৩টে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বিধান নগর ও শিয়ালদহের মাঝে থাকা এক নম্বর ব্রিজের ৫ নম্বর লাইন। চলবে কাজ। সে কারণে বন্ধ রাখা হয়েছে ওই লাইন। রাতে হবে কাজ। এর কারণে প্রায় বন্ধ থাকবে চারটি ট্রেন। ডানকুনি ও নৈহাটি শাখার ট্রেন বন্ধ থাকবে।
এদিকে লাইনে কাজের কারণে প্রায়শই ট্রেন বন্ধ রাখা হয়। গত মাসের শেষ দিকে হাওড়া- বর্ধমান শাখায় বাতিল করা হয়েছিল একাধিক লোকাল। ৩৬০ মিনিটের জন্য ট্রাফিক ব্লক করা হয়েছিল। মূলত হয়েছিল রক্ষণাবেক্ষণের কাজ। এবার বন্ধ থাকবে শিয়ালদহ শাখার ট্রেন। আজ শুক্রবার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এই শিয়ালদহ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে যাত্রী যাওয়া আসা করে। এই ট্রেন বাতিল হওয়ার কারণে যে তারা ভোগান্তিতে পড়তে পারে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

