আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, তুমুল বিক্ষোভ পূর্ব বর্ধমানে

Published : Dec 20, 2025, 02:07 PM IST
Woman Harassment

সংক্ষিপ্ত

Purba Burdwan News: আদিবাসী নৃত্যশিল্পীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ। তীব্র বিক্ষোভ পূর্ব বর্ধমানে। ঠিক কী অভিযোগ উঠেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Purba Burdwan News: পূর্ব বর্ধমান জেলার গলসি–২ ব্লকের ভুঁড়ি অঞ্চলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগকে ঘিরে তীব্র বিক্ষোভে সামিল হল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, ভুঁড়ি পারগানা বাবাকে জামার কলার ধরে মারধর এবং আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে ভারত জাকাত মাঝি পারগানা মহল, গলসি–২ মুল্লুক পারগনা বাবার আহ্বানে শুক্রবার ভুঁড়ি অঞ্চলে গণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

ঠিক কী অভিযোগ উঠেছে? 

এদিন আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলা নির্বিশেষে ভুঁড়ি গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আদিবাসী পাড়ার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা পাকা করা, মানজি থান ও জাহের থান সংস্কার, আদিবাসী গ্রামগুলিতে বাংলার আবাস যোজনা চালু করার দাবিও তোলা হয়।

অভিযোগ, স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা আই সার্টিফিকেট তুলতে গেলেও আদিবাসী মানুষজনকে হেনস্থার শিকার হতে হয়। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দাবি পূরণের আশ্বাস না মিললে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, বহরমপুর থানা এলাকার বাহরুল গ্রামের বুধন কিস্কুর কন্যা, মল্লিকা কিস্কু নামে এক আদিবাসী মহিলা অভিযোগ করে পুলিশকে জানান যে তাকে খাগড়াঘাট থেকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং অভিযুক্তরা নিশ্চিন্তপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে গিয়েছিল।

তাকে ইমানুল শেখের বাড়িতে ৩ দিন ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিলেন। এই সময়ের মধ্যে, অভিযুক্ত রাজিবুল শেখ তার উপর একাধিকবার যৌন নির্যাতন চালিয়েছিলেন। পরে গত ১৭/১২/২৫ তারিখ সন্ধ্যায়, তিনি তাদের হেফাজত থেকে পালাতে সক্ষম হন এবং ফোনে পুলিশের সাথে যোগাযোগ করেন।

আজ, তিনি নিম্নলিখিত ২ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তাদের নাম, রাজিবুল শেখ ও ইমামুল শেখ। উভয়ই বহরমপুর থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। রাজিবুল শেখ পূর্বে একটি খুনের মামলায় জড়িত ছিল, বর্তমানে সে জামিনে আছে। ইমামূল শেখ একজন নির্দল প্রার্থী হয়ে ভোট জেতা পঞ্চায়েত সদস্য, বর্তমানে তৃণমুলের সাথে যুক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'জয় নিতাই' বলেই বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী, পৌঁছাতে পারলেন না তাহেরপুরে
Sukanta Majumdar: ‘ঘুগনি বিক্রিতে কোটিপতি হলে ভাইপো গরু বিক্রি করে কেন?’ মোদীর সভায় হুঙ্কার সুকান্তর