West Bengal News: ছাব্বিশের ভোটের আগেই তৃণমূল ছাড়ছেন চিরঞ্জিত? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিধায়কের

Published : May 19, 2025, 05:03 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Chiranjit Chakraborty On Politics: বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। ভোটের ময়দানে জমি শক্ত করতে এখন থেকেই ছক কষতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এরই মধ্যে দল ছাড়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়কের। 

Chiranjit Chakraborty On Politics: রাজনীতিতে বাড়ছে অনীহা! ছাব্বিশের ভোটের আগে এবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন তিনবারের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। জানা গিয়েছে, বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাই-মাস্ট লাইট, সেলফি জোন, কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ-সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। 

ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, '' আমার অনেক বয়স হয়েছে। তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।'' বিধানসভা ভোটের এক বছর আগে ফের একথা বলে প্রার্থী না হওয়ার জল্পনা উসকে দিলেন বারাসতের তিনবারের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। একইসঙ্গে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগেরও নিন্দা করেন তিনি।

রবিবার বারাসত পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাই-মাস্ট লাইট, সেলফি জোন, কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ অভাব-অভিযোগ জানাতে 'হ্যালো কাউন্সিলর' অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "১৫ বছর এখানে (বারাসতে) আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে। আমি বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে। সে কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার। এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের।"

বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন বলেও দাবি করেন তৃণমূল বিধায়ক। তবে, শেষ সিদ্ধান্ত দলনেত্রী নেবেন জানিয়ে জল্পনা উস্কে তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি। উনি বলেছেন এখনও এক বছর বাকি আছে। মুখ্যমন্ত্রীর কি সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র উনিই জানেন। এবার উনি যদি আমাকে বলেন থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন আছে, তাহলে আমি ভাববো।"

সঙ্গে চিরঞ্জিতের সংযোজন, "যারা রাজনীতিতে আগ্রহী, যারা রাজনীতি করতে চান, যাদের এটা কাজ, তাদের করা উচিত। প্রথম থেকে এই কথাটা বলে আসছি। আমি রাজনীতিতে আগ্রহী নই। আমার কাজ সিনেমা করা।" বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। তৃণমূল বিধায়ক হয়েও এই প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন তিনি। তাঁর মতে, "যুদ্ধ যেমন ভালো না, পুলিশের লাঠিচার্জও ভালো না। এটা অন্যায়। না হলেই ভালো হত।"

অন্যদিকে, সোমবার দমদম বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুর পরবর্তী দেশে-দেশে বিভিন্ন দলের সাংসদদের সফর নিয়ে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)। তিনি বলেন, ''আমি জানিনা এটা কোথা থেকে আপনারা জেনেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ক্ষেত্রে কড়া নিন্দা জানাই। কিন্তু দৌত্যর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত। এটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন চাইলে পাঁচ জনের নাম আমরা দেবো। কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত। তৃণমূল এটাকে বয়কট করছে না। অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid : বাবরি মসজিদ তৈরির আগেই কোটি কোটি টাকা! ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন
Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের