৩০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে অভিষেক, ২০ মিনিটের বৈঠক সিভি আনন্দ বোসের সঙ্গে

সোমবার বিকেল ৪টের সময় ১০০ দিনের কাজের বঞ্চিতদের চিঠি নিয়ে রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

বঞ্চিতদের চিঠির বোঝা ঘাড়ে নিয়ে রাজভবনে রাজ্যপালের সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল ৩০ জনের প্রতিনিধি দল। রাজভবনে প্রায় ২০ মিনিট বৈঠক হয়। তারপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বৈঠক ইতিবাচক হয়েছে। আর সেই কারণেই ধর্না তুলে নেওয়া হচ্ছে।

সোমবার বিকেল ৪টের সময় ১০০ দিনের কাজের বঞ্চিতদের চিঠি নিয়ে রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে বঞ্চনার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের দাবিদাওয়ার কথাও জানান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য গচ পাঁচ দিন ধরেই রাজভবনের বাইরে ধর্না অবস্থানে বসেছিলেন অভিষেক। সঙ্গে ছিলেন ১০০ দিনের কাজে টাকা না পাওয়া বঞ্চিত ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। রাজভবনে রাজ্যপালকে তৃণমূলের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছেন অভিষেক। সেখানে ১০০ দিনের কাজের বকেয়া টাকার কথা জানান হয়েছে। পাশাপাশি টাকা না পেয়ে কার্ড হোল্ডারদের কী সমস্যায় পড়তে হয়েছে তাও জানান হয়েছে।

Latest Videos

অভিষেকের সঙ্গে বৈঠকের পরই রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, রাজ্যপাল ধৈর্য ধরে অভিষেকের কথা শুনেছেন। আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। বাংলা মানুষের সাহায্যে তিনি তাঁর যা করণীয় সবই করবেন।

অভিষেক রাজ্যপাল বৈঠকের পর তৃণমূলের সূত্রের খবর, রাজভবনের বৈঠক ইতিবাচক। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যপাল বকেয়া টাকা নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বৈঠক ভাল হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি ছিলেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য। তিনি বলেন, তাঁরা একটি স্মারকলিপি ও চিঠিগুলি রাজ্যপালের কাছে দিয়ে এসেছেন।

প্রতিনিধি দলের ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়। ছিলেন তৃণমূলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। সঙ্গে ছিলেন ১০০ দিনের কাজ করেও টাকা পায়নি এমন ৭ জন। তাদের পরিবারের সদস্যরাও ছিলেন বৈঠকে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর