ED হানা দিতেই তোলপাড়! হাসপাতালের জমিতে বাংলো বানিয়েছেন তৃণমূল বিধায়ক? মারাত্মক অভিযোগ

দাদপুর থানার হরিপুরে একটি বাংলো রয়েছে জোড়াফুল (Trinamool Congress) বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্তর। অভিযোগ সেই বাংলো নাকি হাসপাতালের জমিতে বানানো হয়েছে।

Parna Sengupta | Published : Sep 17, 2024 7:36 AM IST / Updated: Sep 17 2024, 01:07 PM IST

হুগলির দাদপুর থানার অন্তর্গত দারপুরে শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে ইডির তল্লাশি। আজ সকাল থেকে ইডির তল্লাশি চলে সেখানে। বিশেষ সূত্রে জানা গিয়েছে এই জমি হস্তান্তর ও বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে। সেই সংক্রান্ত তদন্ত করতেই সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে তল্লাশি চালায় ইডি।

শোনা যাচ্ছে, ইডির (Enforcement Directorate) আতশকাঁচের তলায় রয়েছেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়। দাদপুর থানার হরিপুরে একটি বাংলো রয়েছে জোড়াফুল (Trinamool Congress) বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্তর। অভিযোগ সেই বাংলো নাকি হাসপাতালের জমিতে বানানো হয়েছে।

Latest Videos

এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই বাংলোর মালিক সুদীপ্ত রায়। প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল বানানো হবে। কিন্তু কিছুই হয়নি। বিধায়ক মাঝেমধ্যে আসতেন। একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত। নানান অনুষ্ঠানে তাঁরা এখানে আসতেন। যদিও উনি থাকতে আমাদের কোনও উপকার হয়নি’। কালো রঙের পেল্লায় গেটে ইংরেজিতে লেখা ‘বসু রায়’। সেই গেট খুলে প্রবেশ করলেই প্রথমে দালান, এরপর বাংলো। জানা যাচ্ছে, এদিন সুদীপ্তর (Sudipto Roy) বাংলোয় ইডি হানার খবর পেতেই ছুটে আসেন আশেপাশের লোকজন।

আজ হুগলির বাংলোর পাশাপাশি উত্তর কলকাতায় সুদীপ্তর বাড়ি এবং তাঁর নার্সিংহোমেও ইডি (Enforcement Directorate) আধিকারিকরা হানা দেন বলে খবর। সেখানে এখন তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবারও সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেদিনও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয়া মুখ্যমন্ত্রী' গর্জে উঠলেন রূপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly | RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
ঠিক কী হল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে? দেখুন কী বললেন জুনিয়র ডাক্তাররা | Junior Doctors | RG Kar
শর্ত নিয়েই মমতার বাড়িতে যাচ্ছেন ডাক্তাররা, যা জানিয়ে গেলেন | RG Kar Protest Latest
BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি