Calcutta High Court: হকার উচ্ছেদে ছাড়পত্র আদালতের, কোন স্টেশনে বন্ধ হচ্ছে হকারদের ব্যবসা? জানুন

Published : Apr 10, 2025, 03:32 PM IST
Calcutta High Court Justice Amrita Sinha orders to submit  list of those illegally employed in primary teacher recruitment corruption case

সংক্ষিপ্ত

Calcutta HC On Hawkers: হুগলী জেলার শ্রীরামপুর রেল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদে এবার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, রেলের জারি করা নোটিস। বিস্তারিত জানুন…                                               

Calcutta HC On Hawkers: হুগলী (Hooghly News) জেলার শ্রীরামপুর রেল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদে এবার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, রেলের জারি করা নোটিস অনুযায়ী শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করা যাবে। হাইকোর্টের এদিনের নির্দেশের পর শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে (Indian Railway)।

সূত্রের খবর, বেআইনি জবরদখলকারী উচ্ছেদে ছাড়পত্র দিয়েছে এদিন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রের অমৃত ভারত প্রকল্পে দেশের বিভিন্ন রেলস্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে হুগলী জেলার শ্রীরামপুর স্টেশনও। সেই প্রকল্পের জন্য স্টেশন লাগোয়া এলাকার জবরদখল উচ্ছেদ করতে নোটিস জারি করেছিল রেল কর্তৃপক্ষ। দু’মাস আগেই সেই উচ্ছেদ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু রেলের জারি করা সেই উচ্ছেদ নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন (Hooghly News)।

আরও জানা গিয়েছে, মামলাকারীদের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, জবরদখলকারি হকাররা দীর্ঘ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছেন। এটাই তাঁদের একমাত্র রুটি রুজি। তাই তাদের বিষয়টি বিবেচনা করা হোক। মামলার প্রেক্ষিতে গত শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশ ছিল, হাওড়ার ডিআরএম হকারদের সমস্ত নথি দেখে তাঁদের সুযোগ দেবেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মামলার শুনানিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতকে জানান, হাওড়ার ডিআরএম হকারদের নথি পেশের সুযোগ দিয়ে শুনানির জন্য ডেকেছিলেন। কিন্তু একজনও কোনও বৈধ নথি দেখাতে পারেনি। যদিও হকার ইউনিয়নের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ওই হকারদের লাইসেন্স না থাকলেও তাঁরা বহিরাগত নন, স্থানীয় বাসিন্দা। সেটাই তাঁদের একমাত্র আয়ের উৎস। কিন্তু আদালত তাতে কোনও কর্ণপাত করেনি। রেলের হকার উচ্ছেদে এদিন ছাড়পত্র দিয়ে দিলো কলকাতা হাইকোর্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?