নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী একধাক্কায় ৩৮ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ান হতে পারে।
513
সিদ্ধান্ত কার্যকর
নবান্ন সূত্রের খবর ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে কার্যকর হবে নতুন বর্ধিত বেতন।
613
বেতন বাড়ছে ১৬ হাজার টাকা
এতদিন পুরসভা, পর্ষদ বা অন্যান্য সরকারি দফতরে নিযুক্ত এই কর্মীরা মাসে মাত্র ১৩,৫০০ টাকা করে বেতন পেতেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এই বেতন বাড়িয়ে একধাপে ১৬,০০০ টাকা করা হয়েছে।
713
ড্রাইভারদের বেতন বাড়ল
নতুন নিয়ম অনুযায়ী সরকারি চুক্তিভিত্তিক গাড়ির চালক বা ড্রাইভাররা দীর্ঘদিন পুরনো বেতনে কাজ করছিলেন। এবার তাদেরও বেতন বাড়ান হল।
813
ধাপে ধাপে বেতন
প্রথম ৫ বছর: বেতন থাকবে ১৬,০০০ টাকা
৫ বছরের অভিজ্ঞতা: বেতন হবে ২০,০০০ টাকা
১০ বছরের অভিজ্ঞতা: বেতন হবে ২৫,০০০ টাকা
১৫ বছরের অভিজ্ঞতা: বেতন হবে ৩১,০০০ টাকা
২০ বছরের অভিজ্ঞতা: সর্বোচ্চ বেতন ৩৮,০০০ টাকা
913
অবসরের সুবিধে
রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়েছে এই কর্মীর অবসরের পর আর কোনও সুবিধে পাবে না। ফলে এই চাকরির কোনও ভবিষ্যৎ নিরাপত্তা নেই
1013
ড্রাইভারদের নিয়ে প্রশ্ন
বেতন বাড়ানো হলেও চুক্তিভিত্তিক ড্রাইভারদের ভবিষ্যৎ নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। পেনশন বা স্থায়ী চাকরির নিশ্চয়তা না থাকায় অনেকেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
1113
বাজেটেই ঘোষণা
বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল।
1213
স্থায়ী চাকরির দাবি
যদিও চুক্তিভিত্তিক কর্মীরা নবান্নের এই ঘোষণায় খুশি। কিন্তু স্থায়ী চাকরির প্রস্তাব আর আশা রাখছেন তাঁরা।
1313
চুক্তিভিত্তিক কর্মীদের পেনশনেরও দাবি
রাজ্যের একাধিক ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীরা পেনশন আরও আরও বেশি সুযোগ সুবিধে পাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন।