রাতের অন্ধকারে অস্ত্র হাতে কাঁটাতার কাটার চেষ্টায় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা, সামনে ২ মহিলা বিএসএফ জওয়ান, তারপর?

Published : Jan 30, 2025, 06:46 PM ISTUpdated : Jan 30, 2025, 07:18 PM IST
BSF

সংক্ষিপ্ত

সম্প্রতি পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, অশান্তি দেখা যাচ্ছে। বাংলাদেশী অনুপ্রবেশকারী, বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাচ্ছে।

গভীর রাত। কুয়াশায় ঢাকা চারদিক। এরই মধ্যে মালদার আরাধাপুর বর্ডার আউটপোস্টের কুটাদহ সীমান্তে পাহারায় ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই মহিলা জওয়ান। হঠাৎই তাঁরা সচকিত হয়ে উঠলেন। সীমান্তে শোনা গেল অস্ত্রের ঝনঝনানি। সন্দেহ হওয়ায় আলো নিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে যান দুই মহিলা বিএসএফ জওয়ান। তাঁদের চোখে পড়ল, ধারালো অস্ত্র নিয়ে কাঁটাতার কাটার চেষ্টা করছে ৬ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী। চিৎকার করে তাদের সতর্ক করে দেন এক মহিলা বিএসএফ জওয়ান। তখন দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী মহিলা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে। পাল্টা গুলি চালান মহিলা বিএসএফ জওয়ান। তখন বাংলাদেশী অনুপ্রবেশকারীরা কাঁটাতারের বেড়ার কাছেই ধারালো অস্ত্র ফেলে রেখে বাংলাদেশে ফিরে যায়। এই ঘটনায় সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বিশেষ করে রাতে প্রহরা জোরদার করা হচ্ছে।

ক্রমাগত অনুপ্রবেশের চেষ্টা

সম্প্রতি বিভিন্ন জায়গায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেমন সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে, তেমনই দুষ্কৃতীরা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কুটাদহ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালাল বাংলাদেশের দুষ্কৃতীরা। বুধবারই মালদার শুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশীরা। তারা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে গর্ত খুঁড়েছে। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়া করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে যোগ দেন বিএসএফ জওয়ানরা। ফলে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা।

সীমান্তে বারবার উত্তেজনা

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই প্রধান বাংলাদেশ সফরে গিয়েছিলেন। এরই মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। বিজিবি জওয়ানরা সীমান্তে ক্রমাগত উস্কানি দিয়ে চলেছেন। একইসঙ্গে অনুপ্রবেশের চেষ্টা চলছে। বিএসএফ জওয়ানরা অবশ্য সতর্ক আছেন। তাঁরা ভারতীয় ভূখণ্ড রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশী অনুপ্রবেশকারীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক বিএসএফ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নদিয়ার বাঙ্কারে ৬২ হাজার নিষিদ্ধ কফ সিরাপ, চোরাচালানকারীদের কড়া বার্তা বিএসএফ-এর

ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফ! বিস্ফোরক অভিযোগ মমতার

সীমান্তে আচমকা বিএসএফ তৎপরতা শুরু! নয়া চাল চালতে পারে পাকিস্তান? মোতায়েন হল আরও সেনা

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ