বাংলায় দুটি নতুন জাতীয় সড়ক, কেন্দ্রের থেকে বরাদ্দ করা হয়েছে ২০০০ কোটি! দ্রুত শুরু হবে কাজ

পশ্চিমবঙ্গে দুটি নতুন জাতীয় সড়ক নির্মাণের জন্য ২০০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। খড়গপুর থেকে চন্দ্রকোনা-ঘাটাল এবং বোওয়াইচণ্ডী থেকে গুসকরা-কাটোয়া পর্যন্ত এই সড়কগুলি নির্মাণ করবে অশোকা বিল্ডকন লিমিটেড।

এটা বাংলার জন্য একটা বড় সাফল্য। ২টি নতুন জাতীয় সড়ক নির্মাণ হতে চলেছে রাজ্যে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলার পরিবহন ব্যবস্থার প্রচুর উন্নতি হবে এতে কোনও সন্দেহ নেই । ২টি জাতীয় মহাসড়ক নির্মাণে ২০০০ কোটি টাকারও বেশি খরচ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাংলায় এই দুটি জাতীয় মহাসড়ক তৈরি করতে চলেছে অশোকা বিল্ডকন লিমিটেড। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI প্রকল্প) ২৭৯১ কোটি টাকার এই প্রকল্পের জন্য অশোকা বিল্ডকন লিমিটেডের নাম ঘোষণা করেছে৷

জিএসটি বাদে প্রকল্পের খরচ হবে ১৩৯১কোটি টাকা। প্রকল্পটি শেষ করতে ৯১০ দিনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খড়গপুর থেকে পশ্চিমবঙ্গের চন্দ্রকোনা-ঘাটাল রোড পর্যন্ত আরও একটি চার লেনের করিডর তৈরি করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে ১৪০০কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হয়েছে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করবে।

Latest Videos

হাইব্রিড অ্যানুইটি মডেল অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের বোওয়াইচণ্ডী থেকে গুসকরা-কাটোয়া সড়ক পর্যন্ত মহাসড়ক তৈরি করা হবে। স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্যে, সংস্থাটি বলেছে যে এটি পশ্চিমবঙ্গের জন্য NHAI প্রকল্প থেকে এই উদ্ধৃতি পেয়েছে। শীঘ্রই পশ্চিমবঙ্গে এই রাস্তার নির্মাণকাজ শুরু করবে সংস্থাটি। হাইব্রিড পদ্ধতিতে এই প্রকল্পের কাজ করা হবে। এই দুটি জাতীয় সড়ক প্রকল্পের কাজ শেষ হলে পশ্চিমবঙ্গের সড়ক ব্যবস্থার অনেক উন্নতি হবে বলে মনে করছে ভাকিবহাল মহল।

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের