১০ দিনের মধ্যে হুড়মুড়িয়ে কমবে সবজির দাম! কড়া আদেশ দিলেন মমতা, কেন দর এত বেশি? জানতে বাজারে ঘুরবে বিশেষ দল

Published : Jul 10, 2024, 12:55 PM ISTUpdated : Jul 10, 2024, 01:12 PM IST
roshni

সংক্ষিপ্ত

১০ দিনের মধ্যে দাম কমাতে হবে সবজির! কড়া আদেশ দিলেন মুখ্যমন্ত্রী, কেন এত দাম বাড়ছে? জানতে বাজারে বাজারে ঘুরছে বিশেষ দল

১০ দিনের মধ্যে যেভাবেই হোক কমাতে হবে সবজির দাম! নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবেই হোক ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বাজার পরিদর্শনে বেরলেন টাস্ক ফোর্সের সদস্যরা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারকি ও পুলিশও সঙ্গে ছিলেন। কাঁকুরগাছির ভিআইপি মার্কেট পরিদর্শনে বেরন টাস্ক ফোর্সের কর্তারা।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন সকাল ৯ নাগাদ কাঁকুরগাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করলেন টাস্ক ফোর্স এবং এনফোর্সেন্ট ব্রাঞ্চের কর্তারা। বিভিন্ন শাক সবজির দাম জেনে একটি বিশেষ রিপোর্ট তৈরি করবেন তাঁরা। এই রিপোর্ট নবান্নে পাঠান হবে।

এ প্রসঙ্গে টাস্ক ফোর্সের প্রাধান রবীন্দজ্রনাথ কোলে জানান, " দাম বেড়েছে এটা বাস্তব। দাম কমানোর জন্যই আজ আমরা বেরিয়েছি। সঙ্গে রয়েছেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। রয়েছে ফুলবাগান থানার পুলিশও। কিন্তু দামটা বেড়েছে কেন, সেটাই এখন প্রশ্ন। সেটা সাধারণভাবে বেড়েছে, না ম্যান মেড, সেটাই জানার চেষ্টা চলছে। তবে আলুর দাম কমবেই, এতে কোনও সন্দেহ নেই।" এ ছাড়াও তিনি জানান, " লাগাতার এই ধরনের পদক্ষেপ চলবে।"

PREV
click me!

Recommended Stories

'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে
West Bengal SIR News: SIR-এর আবহে ভয়ংকর ছবি! আবর্জনার বস্তা খুলতেই বেরোল একরাশ ভোটার কার্ড