একী অবস্থা ট্রাফিক পুলিশের! মদ্যপ অবস্থায় টলে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল

Published : Oct 03, 2025, 05:05 PM IST
Video of drunk traffic policeman goes viral on social media

সংক্ষিপ্ত

Viral Video: ট্রাফিক পুলিশের বেহাল দশা। আর সেই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও। যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দশমীর রাত মদ খেয়ে চুর এক ট্রাফিক ইন্সপেক্টর। 

ট্রাফিক পুলিশের বেহাল দশা। আর সেই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও। যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দশমীর রাত মদ খেয়ে চুর এক ট্রাফিক ইন্সপেক্টর। টলে টলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর! তার আচরনে ক্ষুব্ধ পাবলিক,মারধোর করছে। ভিডিও ভাইরাল শ্রীরামপুরে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়ার পরই তড়িঘড়ি পদক্ষেপ করল প্রশাসন। সরিয়ে দেওয়া হল ট্রাফিক ইন্সপেক্টরকে।

দশমীর রাত শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। টলে পরে যাচ্ছেন। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধোর করে। অন্য পুলিশ কর্মিরা টিআই কে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

দেখুন ভাইরাল ভিডিওঃ

https://youtube.com/shorts/hwxGMn7exuQ?si=B3x3kt4H1WrSw4O1

এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। 

 

আর এই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি মারধোরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারীক।

পুলিশ নিয়ে অভিযোগ ক্রমশই বাড়ছে। রাজ্য সরকারের তাবেদারি করে পুলিশ, দায়িত্ব পালন করে না পুলিশ কর্মীরা। এমন অভিযোগ নিত্য দিনের। কিন্তু এর আগে প্রায় এমন ঘটনা দেখা যায়নি , যেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ মদ্যপ অবস্থায় রয়েছেন। যে পুলিশ রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা করে, যারা পথনিরাপত্তার দায়িত্বে থাকে, মদ্যপ চালকদের শাস্তি দেওয়ার পথ তৈরি করে সেই ট্রাফিক পুলিশকেই মদ্যপ অবস্থায় দেখে রীতিমত উত্তেজিত নেটিজেননা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য