গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার শালিমার, জখম অন্তত ৬, পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ

হাওড়ার শালিমার অঞ্চল দুষ্কৃতীদের তাণ্ডবের জন্য কুখ্যাত। অতীতে বহুবার এই অঞ্চলে গোলমাল হয়েছে। এবার দীপাবলির উৎসবের মধ্যেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শালিমার।

দীপাবলির উৎসবের আলো এখনও ম্লান হয়নি। এরই মধ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার শালিমার রেল স্টেশন সংলগ্ন অঞ্চল। অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতের এই ঘটনায় শালিমারে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ মোতায়েন করা হয়েছে। যেখানে এই সংঘর্ষ হয়েছে, সেই অঞ্চল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে আড়াই কিলোমিটারের মতো দূরে। সেখানে উৎসবের মরসুমে এই গোলমালের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কেন উত্তপ্ত হয়ে উঠল শালিমার?

Latest Videos

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে আটটা এক মোবাইল ফোনের দোকানে ঝামেলা শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে দোকানে প্রথমে ঝামেলা হয়, সেই দোকান ভাঙচুর করা হয়। এরপর বহু মানুষ এই ঝামেলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী অবশ্য জানিয়েছেন, একই পাড়ার এক মহিলা এবং এক পুরুষের মধ্যে ঝামেলা বাঁধে। এরপর সেই ঝামেলায় জড়িয়ে পড়েন আরও অনেকে। দুই গোষ্ঠী একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে। পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই অঞ্চলে টহল দিচ্ছেন পুলিশকর্মীরা।

শালিমারে বারবার অশান্ত

কয়েক মাস আগেই দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছিল শালিমার। সেবার হাওড়া পুলিশ কমিশনারেটকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এলাকা দখল নিয়ে TMC-র গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে উত্তাল পানিহাটি, প্রাণ নিয়ে পালাল কর্মীরা

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী, কেন্দ্রীয় দল আসার পরেও অব্যহত রাজনৈতিক হিংসা

পঞ্চমীর রাতে গুলি চলল গীতালদহে, ‘গোষ্ঠী সংঘর্ষে’ মৃত ২ তৃণমূল কর্মী

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari