বিবাহিত মহিলাকে কুপ্রস্তাব, রাজি না হতেই ধারালো অস্ত্রের কোপ, পলাতক অভিযুক্ত

Published : Nov 02, 2024, 09:13 PM ISTUpdated : Nov 02, 2024, 09:39 PM IST
Criminal

সংক্ষিপ্ত

উৎসবের মরসুমেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নৃশংস অপরাধের ঘটনা দেখা যাচ্ছে। নানা বয়সের মহিলাদের উপর অত্যাচার চালানো হচ্ছে।

আর্থিক সমস্যার কারণে এক যুবকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরের ভালুকাহাট পাড়ার বাসিন্দা এক মহিলা। সেই টাকা ফেরত দিতে গেলে নিতে অস্বীকার করে ধার দেওয়া যুবক। সে ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। বিবাহিতা হওয়ায় স্বাভাবিকভাবেই ওই যুবকের প্রস্তাবে সাড়া দেননি মহিলা। তিনি রাজি না হওয়ায় খেপে যায় ওই যুবক। সে এই মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালাতে শুরু করে। তাঁদের প্রায়ই মারধর করত সে। শুক্রবার রাতে অত্যাচার চরমে পৌঁছে যায়। ধারালো অস্ত্র নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছে যায় খোকন শেখ নামে এই যুবক। সে ওই মহিলা ও তাঁর স্বামীকে আক্রমণ করে। তার এলোপাথাড়ি কোপে এই মহিলা ও তাঁর স্বামী গুরুতর জখম হন। তাঁদের আর্তনাদ শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে যান। তখন সেখান থেকে পালিয়ে যায় খোকন। এরপর প্রতিবেশীরাও ঘটনাস্থলে যান। রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা শুরু হয়। কিন্তু মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

থানায় অভিযোগ দায়ের

এই দম্পতির পরিবারের সদস্যরা কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, টাকা ধার দেওয়া নিয়ে বচসা মিটে গেলেও, এই মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত খোকন। তার এই প্রস্তাব নাকচ করে দেন মহিলা। সেই রাগেই হামলা চালিয়েছে খোকন। তার বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তারপরেও বেপরোয়া হয়ে উঠে এই পরিবারের উপর অত্যাচার চালাতে শুরু করে খোকন। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত পরিবার।

অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি

কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফালাকাটার পর কুমারগ্রাম, ফের আলিপুরদুয়ারে বিকৃত লালসার শিকার নাবালিকা

নিয়মিত মদ্যপান করে স্ত্রীর উপর অত্যাচার, কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যা

বিবাহিত মহিলা বিয়ের প্রস্তাবে ‘না’ বলায় পরিবারকে এলোপাথাড়ি কোপ যুবকের! আতঙ্কে পরিবার

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের