Vishwakarma Puja 2025: চলন্ত ট্রেনের মধ্যেই এবার বিশ্বকর্মা পুজো। এই অভিনব কর্মসূচি কোথায় আয়োজিত হল? এমনিতেই এই দিনটিতে বিভিন্ন অফিস, কল-কারখানা এবং একাধিক জায়গায় বিশ্বকর্মা পুজো বেশ জাঁকজমকভাবেই আয়োজিত হয়ে থাকে (vishwakarma puja 2025)। তবে শান্তিপুরে বেশ অভিনব কায়দায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হল (vishwakarma puja 2025 time)।
বুধবার ছিল বিশ্বকর্মা পুজো। এদিন নদীয়ার শান্তিপুরে দেখা গেল এক অভিনব দৃশ্য। শান্তিপুর স্টেশন থেকে সকাল ৭.২৬ মিনিটের শিয়ালদহ লোকাল ট্রেনের প্রথম কামরাতেই মহাসমারোহে পালিত হল বিশ্বকর্মা পুজো। যে ট্রেনের বেশিরভাগ যাত্রীই অফিস এবং কাজের জন্য কলকাতায় আসেন। মূলত, তাদের উদ্যোগেই এই অভিনব আয়োজন।
প্রতিবছরের মতো নিত্যযাত্রীরা নিজেরা চাঁদা তোলেন এবং তারপর পুরোহিত ডেকে এই পূজোর আয়োজন করেন। ঢাক- কাঁসরের শব্দ এবং আনন্দ-উল্লাসে ভরে ওঠে গোটা লোকাল ট্রেনের কামরা। সেইসঙ্গে, অন্যান্য যাত্রীদের হাতে দেওয়া হয় প্রসাদ। নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ এবং এই পুজোকে ঘিরে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায় গোটা কামরায়।
শুধু তাই নয়, এদিনে রেল কর্তৃপক্ষকেও দেওয়া হয় বিশেষ উপহার এবং প্রসাদ। একদিনের জন্য ট্রেনের কামরাই যেন বদলে গেল আস্ত একটি পূজা মণ্ডপে। শান্তিপুরের নিত্যযাত্রীদের এই অসাধারণ উদ্যোগ অন্যান্য রেলযাত্রীদের মধ্যেও এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে এবং নিয়ে এসেছে উৎসবের আবহ।
সাধারণত, বিশ্বকর্মা পুজোর দিন এমনিতেই বিভিন্ন অফিস, কল-কারখানা এবং বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজো বেশ জাঁকজমকভাবেই পালিত হয়ে থাকে। তবে শান্তিপুরে বেশ অভিনব কায়দায় এবার বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হল। নিত্যযাত্রীরা উদ্যোগে শান্তিপুর থেকে শিয়ালদহগামী লকালে এবার অভিনব কায়দায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।