ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই বারের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এবার হ্যাট্রিকের প্রতীক্ষায়। যদিও এবার ভোটে দাঁড়াবেন না বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত প্রার্থী। শুধু প্রার্থী নন, তৃণমূলের স্টার প্রচারকও। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিশেষ আস্থাভাজন দেব। এবার কী রয়েছে তাঁর ভাগ্যে।