রাজ্যের পালা বাদলের পর বাংলায় তারকা প্রার্থীদের সংখ্যা অনেকটাই বেড়েছে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তারকা প্রার্থীদের ওপরভরসা রেখেছে। চলতি লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক বিরোধী সব দলই তারকা প্রার্থীদেরও আস্থাশীল।
Saborni Mitra | Published : Jun 4, 2024 9:58 AM / Updated: Jun 04 2024, 10:12 AM IST
তারকা প্রার্থী
লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। শুরু হয়েছে গণনা। এই অবস্থায় এক নজরে দেখে নিন রাজ্যার ৯ তারকা প্রার্থী। গত নির্বাচনে মিমি চক্রবর্তী আর নুরসত ভোট বাক্সে কামাল করেছিল। ছিলেন দেব। কিন্তু এবার কী হবে? জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।
দেব
ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই বারের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এবার হ্যাট্রিকের প্রতীক্ষায়। যদিও এবার ভোটে দাঁড়াবেন না বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত প্রার্থী। শুধু প্রার্থী নন, তৃণমূলের স্টার প্রচারকও। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিশেষ আস্থাভাজন দেব। এবার কী রয়েছে তাঁর ভাগ্যে।
হিরণ
ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। দেবের প্রতিপক্ষ। এই লোকসভা কেন্দ্রের প্রার্থীরা দুই স্টারের প্রবল লড়াই দেখেছে প্রচারে। এবার ফল প্রকাশের অপেক্ষা। হিরণ বংলা চলচ্চিত্রের পরিচিত নাম। তাই দেখার বিশষ ঘাটালের বাসিন্দারা কার ওপর আস্থা রাখেন।
রচনা
দিদি নম্বর ওয়ানের সেট থেকে সরাসরি হুগলির ভোট ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে যথেষ্টই হাসির খোরাক হয়েছেন। রাজনৈতিক বক্তৃতা থেকে শতযোজন দূরে ছিলেন। কিন্তু মাটি আঁকড়ে পড়েছিলেন। একটা সময় সিলভার স্ক্রিনের সহকর্মী আজ প্রতিপক্ষ রচনার।
লকেট
সিলভার স্ক্রিন থেকে লকেটও এসেছেন রাজনীতিতে। কিন্তু বর্তমানে তিনি রাজ্য রাজনীতির পরিচিত মুখ। বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে সারমেন সারিতে দেখা যায়। সংসদেও সরব হন লকেট। হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ। কিন্তু এবার কী হবে। ঘাসফুল রা বড় ফুল কোন দিকে যাবে স্থানীয়দের মন।
শত্রুঘ্ন
তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি, কংগ্রেস ঘুরে তারপর ঘাসফুলের খাতায় নাম লিখেয়েছেন বিহারীবাবু। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। বিদায়ী সাংসদকে এবার সংসদে পাঠাবে স্থানীয়রা- অপেক্ষা আর কিছুক্ষণের।
জুন
বিধায়ক থেকে সাংসদ হওয়ার দৌড়ে রয়েছেন জুন মালিয়া। একটা সময় বাংলা ছবিতে যথেষ্ট পরিচিতি ছিল। এখানও মাঝেমধ্যে দেখা যায়। কিন্তু পাকাপাকিভাবে হয়তো রাজনীতির খাতাতেই নাম লেখাতে চান তিনি। মেদিনীপুরের সাংসদ হওয়ার দৌড়ে রয়েছেন তিনি।
অগ্নিমিত্রা
জুনের প্রতিপক্ষ অগ্নিমিত্রা পল। ফ্যাশান ডিজাইনার হিসেবে পরিচিতি । টালিগঞ্জে আসরেও পরিচিত নাম। যদিও সিনেমা বা সিরিয়ালে তাঁকে দেখা যায়নি। কিন্তু সেলিব্রিটি বলে কথা। তিনিও জুনের সঙ্গে পাল্লা দিচ্ছেন সাংসদ হওয়ার লড়াইয়ে।
সায়নী
রাজ্যের স্টার প্রার্থীদের মধ্যে সবথেকে আলোচিত নাম সায়নী ঘোষ। যুব তৃণমূল নেত্রী। যাদবপুরের মত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। প্রতিপক্ষ সিপিএম-এর সৃজন ভট্টাচার্য ও বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সায়নী তৃণমূল নেত্রী হিসেবেও একাধিক দলীয় কর্মসূচিতে যথেষ্ট নজর কেড়েছেন।
দেবদূত
বাংলা সিরিয়ালের পরিচিত মুখ দেবদূত ঘোষ ঠাকুর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী। অভিনয়ের পাশাপাশি ঘনিষ্টভাবে জড়িয়ে রয়েছেন রাজনীতির সঙ্গে। সিপিএম-এর একাধিক কর্মসূচিতে তাঁকে দেখা যায় সামনের সারিতে। যদিও বড়ই কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছেন দেবদূত।