WB Weather: রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাস্প, বেলা বাড়তেই শুরু হবে ঝড়বৃষ্টির দাপট! জানুন আবহাওয়ার বড় পূর্বাভাস

Published : May 04, 2025, 06:28 AM IST
Weather Alert

সংক্ষিপ্ত

Today WB Weather Update: বৈশাখের শেষবেলায় প্রায় প্রতিদিনই দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি…                

Today WB Weather Update: বৈশাখের শেষবেলায় প্রায় প্রতিদিনই দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলছে জেলায়-জেলায় (west bengal weather forecast)। বৃহস্পতিবার থেকেই কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তো কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যারফলে তাপমাত্রার পারদও নেমেছে কিছুটা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যেটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এলাকা থেকে উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং ঝড় বৃষ্টি চলবে রাজ্যে।

আলিপুর হাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (South bengal weather news)। বজ্রবিদ্যুৎ ও সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিভিন্ন জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। তবে বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা পুর্বাভাস রয়েছে।

রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। এই জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইতে পারে। তবে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দেখা যাবে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলাতে (Rain News)।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-

উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ঝড়-বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়াও হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং সোমবার একই রকম ভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। যদিও রবিবার ও মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনার পরিমাণ কম থাকবে উত্তরের জেলাগুলিতে (North Bengal News)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য