ভারত-পাক অশান্তির মাঝেই সীমান্তে আক্রমণ বাংলাদেশের! দুই ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ

Published : May 03, 2025, 05:13 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nadia News: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। সেই সুযোগে সীমান্তে থাবা বসাচ্ছে বাংলাদেশ! জানুন বিশদে…          

Nadia News: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। সেই সুযোগে সীমান্তে থাবা বসাচ্ছে বাংলাদেশ! হ্যাঁ ঠিকই পড়েছেন। ভারত-পাক অশান্তির সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া (Nadia) সীমান্ত এলাকা থেকে ভারতীয় কৃষকদের অপহরণ করার অভিযোগ উঠল বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) বিরুদ্ধে।

ঠিক কী হয়েছে নদীয়ার গঙ্গারামপুর সীমান্তে (Nadia Ganga Rampur Border):-

ভারতীয় দুই তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুঙ্কৃতীদের বিরুদ্ধে (Bangladesh News)। এদিকে ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে। অবিলম্বে অপহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি জানিয়েছেন তাঁদের পরিবার ও গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বাংলাদেশিদের কাছে অপহৃত হওয়া যুবকদের নাম হল- ফিলিপ সোরেন (৩৪) ও অবিনাশ টুডু (২৩)। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে। তারা জমিতে কৃষিকাজ করতেন। স্থানীয় সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি। সেখানে চাষের কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি।

প্রতিদিনের মতো এদিনও কাটাতারের ওপারে ভারতীয় সীমান্তে জমিতে সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ফিলিপ ও অবিনাশ। জমিতে জল নেোয়ার পর ভারতীয় সীমান্তে গাছ তলায় শুয়ে ছিলেন তারা। অভিযোগ, সেই সময় বাংলাদেশি দুঙ্কৃতীরা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং।

স্থানীয় সূত্রে খবর, দুই বাংলাদেশি যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাঁদের আটক করে BSF। সেই রাগেই দুই ভারতীয় যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে দীর্ঘ বৈঠকের পর তাদের ফেরাতে সক্ষম হয় বিএসএফ (BSF)।

অন্যদিকে, শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তার ঠিক পরেই মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া অঞ্চলে। শম্ভু চৌধুরীর ছেলে সাগর চৌধুরীর রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মাধ্যমিকে ভালো ফল হওয়ায় পরিবারের সবাই আনন্দে ছিলেন। তবে ফল প্রকাশের একদিন পরেই মৃত্যু হল এই পড়ুয়ার। তার শরীরের একাধিক হাড় ভাঙা ছিল বলে দাবি পরিবারের। পুলিশের কাছে খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখারও দাবি মৃতের বাবার। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় ভালো ফল হওয়ায় সারাদিন বেশ খুশিতেই ছিল সাগর। এমনকী, বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে কাটিয়েছে সারাদিন। তার বাবা-মাও খুশি ছিলেন বেশ। কিন্তু এরপরেই বিষাদের ছায়া নেমে এল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য