Mamata Banerjee: 'এবার থেকে আর লোডশেডিং হবে না', শালবনি তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে কাকে খোঁচা দিলেন মমতা?

Published : Apr 21, 2025, 04:11 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata Banerjee Salbai: সোমের তপ্ত দুপুরে শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Salbai)। এদিন শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের ঐতিহাসিক প্রকল্পের

Mamata Banerjee Salbai: সোমের তপ্ত দুপুরে শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Salbai)। এদিন দুপুরে শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এদিন শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''বাংলায় এটা ল্যান্ডমার্ক প্রকল্প। এর আগে রাজ্যে এমনটা কখনও হয়নি।'' সোমবার শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করেন

মুখ্যমন্ত্রী মমতা এবং সজ্জন জিন্দল। শিলান্যাস হল ২০০০ একরের শিল্প পার্কেরও। এদিন বামফ্রন্ট সরকারকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''আগে লোকে বলত লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার।'' মুখ্যমন্ত্রী আরও জানান, শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। কর্মসংস্থান হবে ১৫ হাজার। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেন, ''এই প্রকল্পের কাজ শেষ পরবর্তী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না বাংলায়।''

শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠান থেকে বিরোধীদের পাল্টা আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এবার আর আমাকে উপেক্ষা করতে পারবেন না। সমালোচনা করতে পারেন। তবে যারা বলেন বাংলায় শিল্প হয় না, হচ্ছে না, হচ্ছে না, তাঁরা চোখ খুলে দেখে যান।'' একই সঙ্গে তিনি আরও জানান, এবার ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পূর্ব ভারতে আগে এমন প্রোজেক্টের কাজ হয়নি বলেও এদিন মঞ্চ থেকে জানান তিনি।

সোমবার তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল জানান,তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রচুর কর্মসংস্থান হবে। শুধু শালবনিতে নয়, এই প্রকল্প গোটা রাজ্যের উন্নয়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলার তৃণমূল সুপ্রিমো আরও জানান, গত কয়েক বছরে বিদ্যুৎ ক্ষেত্রে ৭৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে। বলেন, ''ইতিমধ্যে ৩.৫ লক্ষ লাইন ও ৭৫০টার বেশি সাব স্টেশন তৈরি হয়েছে। আগে রাজ্যে ১ কোটি ৭ লক্ষ উপভোক্তা ছিলেন, এখন সেটা হয়েছে ২ কোটি ৩০ লক্ষ। মমতা এও বলেন, আগামী দিনে আরও ৪৮ হাজার কোটি টাকা খরচ করা হবে বিদ্যুতের জন্য।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট