
Kharagpur IIT: নামজাদা আইআইটি কলেজে মেধাবী পড়ুয়ার রহস্যমৃত্যু! ফের খবরের শিরোনামে খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। জানা গিয়েছে, মাত্র ৩ মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে IIT খড়্গপুরে।
কীভাবে রহস্যমৃত্যু মেধাবী ছাত্রের (Kharagpur IIT Student Death News):-
জানা গিয়েছে, এর আগে গত ১২ জানুয়ারির পর ২০ এপ্রিল (রবিবার) ফের আইআইটি খড়্গপুরের এক মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেদিনও ছিল রবিবার, আবার তিনমাস পর ফের এক রবিবারে মেধাবী ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে আইআইটি খড়গপুরের অন্দরে।
সূত্রের খবর, রবিবার রাতে আইআইটি সূত্রে খবর পেয়ে ওই ছাত্রের দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকার (Aniket Walkar)। পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মৃত অনিকেত ওশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার (Ocean Engineering and Naval Architecture) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন আইআইটি খড়্গপুরের জগদীশচন্দ্র বসু (J.C Bose) হলে। তাঁর রুম নম্বর ছিল সি-২১৪ (C- 214)। ওই রুম থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে খড়গপুর টাউন থানার পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
কলেজ সূত্রে খবর, মৃত অনিকেত এরাজ্যের বাসিন্দা নয়। তার বাড়ি মহারাষ্ট্রে। আইআইটি কর্তৃপক্ষের তরফে অনিকেতের বাড়িতে অর্থাৎ মহারাষ্ট্রের রামনগর থানার সাম্রাত অশোকনগরে খবর দেওয়া হয়েছে। মৃতের পরিবারের লোকজন ইতিমধ্যেই খড়গপুরের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, গত দু-তিন বছরে অনিকেত, সাওন ছাড়াও একাধিক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে এই আইআইটি খড়গপুরে। ২০২২ সালের ১৪ অক্টোবর অসমের তিনসুকিয়ার বাসিন্দা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদ, ২০২৩ সালের অক্টোবরে কে. কিরণ চন্দ্রা নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র, ২০২৪ সালের জুন মাসে দেবিকা পিল্লাই নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেরলের চিপ্পড় থানা এলাকার বাসিন্দা ছিলেন দেবিকা। গত কয়েক বছরে আইআইটি খড়গপুরের এই ক্যাম্পাস থেকে একাধিক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে।
শুধু তাই নয়, চলতি বছরের গত ১২ জানুয়ারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্র তথা পশ্চিম মেদিনীপুরের খুকুড়দহের বাসিন্দা বছর ২১-র সাওন মালিকের দেহ উদ্ধার করেছিল পুলিশ। ফের এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নামজাদা এই আইআইটি খড়গপুর ক্যাম্পাসের অন্দরে
জানা গিয়েছে, রবিবার রাতে সহপাঠীরা বারবার ডাকার পরও বছর ২২-র অনিকেত দরজা না খোলায় সন্দেহ হয়। তারপরই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে অনিকেতের দেহ উদ্ধার করে। ঠিক কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল তা এখনই বলা সম্ভব নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পড়ার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।