
Digha Jagannath Dham Controversy: যত কাণ্ড যেন এবার দীঘাতেই। জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News)। অক্ষয় তৃতীয়ায় ওল্ড দীঘায় (Old Digha) পুরীর আদলে তৈরি জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করেছেন তৃণমূল সুপ্রিমো। সরকারি টাকায় জগন্নাথ মন্দির নির্মাণ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।
দীঘায় জগন্নাথ ধাম ঘিরে কোন বিতর্কের সূত্রপাত (Digha Jagannath Temple Controversy):-
সৈকত শহরে জগন্নাথ মন্দিরের নির্মাণের শুরু থেকেই 'সরকারি টাকায় মন্দির হচ্ছে' বলে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার দীঘায় (Digha News) জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কাঠ নিয়ে তৈরি হয়েছে নতুন শোরগোল। দীঘায় জগন্নাথ দেবের বিগ্রহ তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এসজেটিএ (SJTA)।
সূত্রের খবর, দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরকে 'জগন্নাথ ধাম' নামকরণ দেওয়ায় ওড়িশা (Odisha) সরকারের সঙ্গে শুরু হয়েছে ধর্মীয় টানাপোড়েন। এই পরিস্থিতিতে এবার দীঘার মন্দিরের বিগ্রহ নির্মাণের সময় 'নব কলেবরের' কাঠ ব্যবহার করা হয়েছে কিনা? তা জানতে শুরু হয়েছে তদন্ত। গত ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত ওড়িশা রাজ্যের পুরীর মন্দিরের সেবায়েত রামকৃষ্ণ দাসমহাপাত্র সেখানো যোগ দিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্কের সূত্রপাত। যদিও বিতর্কের মুখে পড়ে ওই সেবায়েত অবশ্য জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ঠিক কী অভিযোগ উঠেছে? জানা গিয়েছে, নব কলেরব হল পুরীর জগন্নাথ ধামের একটি ধর্মীয় অনুষ্ঠান। এটি ১২ থেকে ১৯ বছর অন্তর হয়। এই সময় পুরীর (Puri) জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহের কাঠ বদলানো হয়। অভিযোগ সেই কাঠই নাকি দীঘায় জগন্নাথের মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে (west Bengal News)। আর এই ঘটনার খবর জানাজানি হতেই প্রকাশ্যে এসেছে বাংলার সঙ্গে ওড়িশা সরকারের ধর্মীয় টানাপোড়েন।
এই বিষয়ে অভিযোগ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী। চিঠিতে তিনি জানিয়েছেন, ''এই ঘটনা ওড়িশার ৪.৫ কোটি মানুষের ধর্মীয় ভাবাববেগে আঘাত করেছে।'' শুধু তাই নয়, দীঘার মন্দিরকে 'জগন্নাথ ধাম' বলায় পুরীর পণ্ডিত, ভক্ত ও পুরোহিতদের বিরোধিতার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার।
এদিকে 'জগন্নাথ ধাম' ঘিরে যখন পশ্চিমবঙ্গ আর ওড়িশা সরকারের মধ্যে বিতর্ক তুঙ্গে ঠিক তখনই আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ''চারধামকে পঞ্চম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকেই দেখছি এটা কালচারাল সেন্টার। কাশী ধামও সরকারি টাকায় নির্মিত হয়নি। আমি চ্যালেঞ্জ করছি জগন্নাথ ধামকে 'মন্দির' লেখা হোক। রাজেশ দৈত্যপতিকে দিয়ে নিমকাঠ চুরি করিয়েছে তৃণমূল সরকার। আমার মনে হয় এই রাজেশ দৈত্যপতিকে ওড়িশা পুলিশ হেফাজতে নিলে আসল ঘটনা সব বেরিয়ে আসবে। কারণ ওকে দিয়ে নিমকাঠ চুরি করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিল। চোর মমতা জগন্নাথ ধামের নামে নিমকাঠটাও চুরি করাল ওড়িশা থেকে এই লজ্জা রাখার আর জায়গা নেই।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।