Mamata Banerjee On Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ রাজ্য সরকারি ছুটি। আগেই এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যজুড়ে ছুটি থাকবে সরকারি অফিস, কাছাড়ি দফতর। আগেই উত্তরবঙ্গ সফর থেকে এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি রয়েছে সকল সরকারি অফিস, কাছাড়ি, দফতর, স্কুল-কলেজ। বন্ধ প্রশাসনিক কাজকর্ম।
25
বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
বিশ্বকর্মা পুজো উপলক্ষে বুধবার সকালেই নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন তিনি।
35
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মমতা?
এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘’সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।''
উৎসবের মরশুম শুরুর আগেই বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের জন্য বড় সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর থেকেই তিনি নতুন এই সিদ্ধান্তের ঘোষণার কথা জানিয়ে ছিলেন।
55
বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটির ঘোষণা
বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকারি ছুটির কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘’এখন বিজেপি-শাসিত রাজ্যগুলোতে শুধু মাতৃভাষায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থা করছে যার মধ্যে অসংখ্য রাজবংশী, আদিবাসী, মতুয়া সম্প্রদায়ের মানুষও আছেন। ২৪ হাজারের বেশি বাঙালি বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন। আমরা তাঁদের আপন করে নিয়েছি। পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করেছি 'শ্রমশ্রী' প্রকল্প। এ বছর থেকে পরিযায়ী শ্রমিকদের সম্মানে আমরা বিশ্বকর্মা পুজোর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করলাম।'