কেন্দ্রকে জোর টেক্কা! বদল হচ্ছে বেতনের তারিখ, রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে বিশেষ উপহার মমতার

Published : Sep 17, 2025, 09:08 AM IST

পুজোর ছুটির আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। অর্থদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে। এর পাশাপাশি, পেনশন এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকাও আগেই মিটিয়ে দেওয়া হবে।

PREV
15

এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা সরকার। কেন্দ্রকে টেক্কা দিতে নিল নয়া পদক্ষেপ। সদ্য ঘোষণা করল তারই। এবার বদল হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন পাওযার দিন। রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে বিশেষ উপহার মমতার।

25

মঙ্গলবার অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে। এরই সঙ্গে গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও দেওয়া হবে। পেনশন মিলবে আগামী ১ অক্টোবর।

35

আসলে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আর সে কারণে এবার বেতন এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে পুজোর মাসে স্বস্তি পাবেন কর্মীরা বলে মনে করছেন সকলে।

45

তেমনই পুজোর মাসে আগেই মিলবে ভাতার টাকা। সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি মারফৎ যাবে। যা এবার মিলবে ১ অক্টোবর। সাধারণত এই টাকা ঢুকতে প্রায় ১০ তারিখ হয়ে যায়। কিন্তু এবার তা মিলবে ১ তারিখ। সে কারণে বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ্যাকাউন্টসগুলোকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে বলা হয়েছে।

55

এদিকে ভোটের মুখে এবার কেন্দ্রীয় কর্মীদেরও আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর কেন্দ্রকে টেক্কা দিকে এই নয়া পদক্ষেপ নিল রাজ্য। এবার পুজোর আগে বেতন পাবেন রাজ্য সরকারী কর্মীরা। তেমনই ১ অক্টোবর মিলবে বিভিন্ন ভাতার টাকাও। সব মিলিয়ে খুশির খবর সর্বত্র।

Read more Photos on
click me!

Recommended Stories