মঙ্গলবার অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে। এরই সঙ্গে গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও দেওয়া হবে। পেনশন মিলবে আগামী ১ অক্টোবর।