DA Case: ২৫ মার্চ 'সুপ্রিম' শুনানি! কর্মীদের আশা কেন্দ্রীয় হারেই মিলবে মহার্ঘ ভাতা, মিলবে সুখবর?

সুপ্রিম কোর্টে ডিএ মামলার ১৫তম শুনানি ২৫ মার্চ হতে পারে। নতুন বেঞ্চ ও অ্যাডভান্সড লিস্টে মামলা থাকায় সরকারি কর্মীরা দ্রুত ফলাফল আশা করছেন। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র বিশাল ফারাক মেটাতে কর্মীরা তাকিয়ে আছেন আদালতের দিকে।

Deblina Dey | Updated : Mar 21 2025, 02:25 PM IST
112

সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে চলছে ডিএ মামলা। একাধিকবার পিছিয়েছে শুনানি। এবার যদি শুনানি হয় তাহলে সেটা হবে ১৫তম শুনানি।

212

এতদিন ডিএ মামলা হয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসএনভাট্টির বেঞ্চে। হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন। তাই এবার ডিএ মামলার নতুন বেঞ্চে উঠতে পারে বলেও মনে করছেন সরকারি কর্মীরা

312

এবার কী ডিএ মামলার শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফয়সালা হতে পারে। কারণ একে নতুন বেঞ্চ। অন্যদিকে অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে।

412

রাজ্য সরকারি কর্মীদের আশা ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না।

512

আর মাত্র কয়েক দিন বাকি। তারপরই সুপ্রিম কোর্টে উঠতে পরে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। আর তাই নিয়েই আশাবাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।

612

সোমবার শপথ গ্রহণের পরই সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনতে পারেন জয়মাল্য বাগচী।

712

এখনও পর্যন্ত যা অবস্থা তাতে সুপ্রিম কোর্টে আগামী ২৫ মার্চ উঠতে পারে ডিএ মামলা। তেমনই মনে করছেন রাজ্য সরকারি কর্মীরা।

812

এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে ৯৫ নম্বরে রয়েছে ডিএ মামলা। তবে এখনও মামলার বেঞ্চ ঠিক হয়নি।

912

কেন্দ্রে ও রাজ্য সরকারের মধ্যে বিশাল ডিএ ফারাক রয়েছে। রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পান। 

1012

আর কেন্দ্রের কর্মীরা এখন সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ হারে ডিএ পান।

1112

রাজ্যের সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমান হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। কিন্তু তাতে রাজ্য সরকার রাজি নয়।

1212

কিন্তু ১৮ থেকে একেবার ৫৩ শতাংশ কি আদৌ পাবেন? এতটা তফাৎ কি এত সহজেই দূর হবে, এ ২৫ মার্চেই মিলবে সমস্ত প্রশ্নের উত্তর

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos