Published : Mar 21, 2025, 02:23 PM ISTUpdated : Mar 21, 2025, 02:25 PM IST
সুপ্রিম কোর্টে ডিএ মামলার ১৫তম শুনানি ২৫ মার্চ হতে পারে। নতুন বেঞ্চ ও অ্যাডভান্সড লিস্টে মামলা থাকায় সরকারি কর্মীরা দ্রুত ফলাফল আশা করছেন। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র বিশাল ফারাক মেটাতে কর্মীরা তাকিয়ে আছেন আদালতের দিকে।
সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে চলছে ডিএ মামলা। একাধিকবার পিছিয়েছে শুনানি। এবার যদি শুনানি হয় তাহলে সেটা হবে ১৫তম শুনানি।
212
এতদিন ডিএ মামলা হয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসএনভাট্টির বেঞ্চে। হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন। তাই এবার ডিএ মামলার নতুন বেঞ্চে উঠতে পারে বলেও মনে করছেন সরকারি কর্মীরা
312
এবার কী ডিএ মামলার শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফয়সালা হতে পারে। কারণ একে নতুন বেঞ্চ। অন্যদিকে অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে।